HAL Recruitment 2025: হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)-এর তরফ থেকে মাধ্যমিক যোগ্যতায় সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে বিপুল সংখ্যক প্রার্থীদের নিয়োগের সুযোগ এনে দেওয়া হয়েছে। HAL সম্প্রতি একটি বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে জানানো হয়েছে, প্রার্থীদের শিক্ষানবিশ (Apprentice) পদে নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে আগস্ট মাসের শুরুতেই। এই নিয়োগ (HAL Recruitment 2025) সংক্রান্ত প্রতিটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিতে অবশ্যই পড়ে ফেলুন আজকের এই প্রতিবেদন।
নিয়োগ সংক্রান্ত সংক্ষিপ্ত তথ্য
নিয়োগকারী সংস্থা | হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) |
পদের নাম | শিক্ষানবিশ (Apprentice) |
নিয়োগ পদ্ধতি | সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে |

Read More: নিয়োগের জন্য কমন এলিজিবিলিটি টেস্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হল!
শিক্ষানবিশ শাখা ও ইন্টারভিউয়ের তারিখ
- স্নাতক পর্যায় (B.E./B.Tech) – মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
তারিখ: ১১ আগস্ট ২০২৫ (সকাল ৭টা – বিকেল ৩টা) - ডিপ্লোমা পর্যায় – মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, আইটি, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং
তারিখ: ১২ আগস্ট ২০২৫ (সকাল ৭টা – বিকেল ৩টা) - আইটিআই পর্যায় – ফিটার, টার্নার, মেশিনিস্ট, ওয়েল্ডার, ফাউন্ড্রিম্যান, ফোরজার, হিট ট্রিটার
তারিখ: ১৩ আগস্ট ২০২৫ (সকাল ৭টা – বিকেল ৩টা)
ইন্টারভিউয়ের স্থান: https://maps.app.goo.gl/t9v3vEzdtTrSHLXL9
শিক্ষাগত যোগ্যতা
HAL Recruitment 2025 প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেডে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে রেগুলার এবং ফুলটাইম ডিগ্রি/ডিপ্লোমা/আইটিআই অথবা মাধ্যমিক পাস থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা ও শর্তাবলী
- যারা ইতিমধ্যেই NATS/NAPS-এর অধীনে অন্য কোথাও শিক্ষানবিশ পদে নিযুক্ত, তারা আবেদনযোগ্য নন।
- এক বছরের বেশি কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে না।
- আবেদনকারীর অবশ্যই ২০২১ সাল বা তার পরে স্নাতক/ডিপ্লোমা ডিগ্রি অর্জন করা থাকতে হবে।
বয়সসীমা (HAL Recruitment 2025)
আইটিআই শিক্ষানবিশ পদের ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়স ২৩ বছর (১৩.০৮.২০২৫ অনুযায়ী)। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
নিয়োগ প্রক্রিয়া (HAL Recruitment 2025)
- আইটিআই প্রার্থীদের ক্ষেত্রে নির্বাচনের ভিত্তি হবে কোয়ালিফাইং পরীক্ষার নম্বরের ওপর। দশম শ্রেণির নম্বরের ৭০% এবং আইটিআই নম্বরের ৩০% বিবেচনা করা হবে।
- স্নাতক ও ডিপ্লোমা প্রার্থীদের জন্য শুধুমাত্র কোয়ালিফাইং পরীক্ষার নম্বরের ভিত্তিতেই নির্বাচন করা হবে।
- সংরক্ষিত আসনগুলি সরকার নির্ধারিত নীতিমালার ভিত্তিতে পূরণ করা হবে।
- নির্বাচিত প্রার্থীদের ইমেল এর মাধ্যমে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে।
HAL Recruitment 2025 Links
🌐 Official Website | Click Here |
📄 Official Notification | Download PDF |