Godrej Internship 2025: সম্প্রতি গোদরেজ কোম্পানির তরফ থেকে ইন্টার্নশিপ করার সুযোগ পেয়ে যাবেন আপনারা। মানবসম্পদ বিভাগে বিনামূল্যে এই Training নিতে পারবেন। যে সকল ছেলে মেয়েরা ইন্টার্নশিপ করে নিয়ে নিজের কেরিয়ার গড়তে চান, তারা অবশ্যই আবেদন করতে পারেন।
এই নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয়, কি ভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বেতন কত হয় এই সব কিছু বিষয়ে বিস্তারে এই প্রতিবেদনে আলোচনা করা হল। তাই সমস্তটা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরতে হবে ।
গুরুত্বপূর্ণ তারিখ ঃ
আবেদন শুরু | শুরু হয়েছে |
আবেদন শেষ | 13/2/2025 |
Godrej সম্পর্কিত তথ্য :
এটি হোল ভারতের অন্যতম শীর্ষ প্রযুক্তি পরিষেবা প্রদানকারী সংস্থা। এটির প্রধান কার্যালয় হোল মুম্বাই। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, র বিভিন্ন শহরে এর অফিস আছে। এই সংস্থার তরফ থেকেই ইন্টার্নশিপ ট্রেনিং-এর আয়োজন করা হয়েছে।
কারা এই ইন্টার্নশিপ করতে পারবেন ?
১) পূর্ণকালীন অফিসে উপস্থিত থাকতে হবে।
২) ১৪ থেকে ১৮ই ফেব্রুয়ারির মধ্যে এই ইন্টার্নশিপ শুরু করতে হবে।
৩) ৩ মাসের জন্য Internship এ যুক্ত থাকতে হবে।
৪) এই কাজের বিষয়ে আগ্রহ থাকতে হবে।
Read More : পলিসিবাজারে ইন্টার্নশিপ করুন, মাসিক ১৫০০০ টাকা আয় করুন
কি কি দায়িত্ব পালন করতে হবে ?
এখানে যারা ইন্টার্নশিপ ট্রেনিং নেবে তাদের কিছু দায়িত্ব পালন করতে হবে।
১) কর্মী এবং স্টক হোল্ডারদের প্রয়োজনীয় প্রশিক্ষণ করানোর জন্য ব্যবস্তা নিতে হবে।
২) প্রশাসনিক কাজ এবং প্রশিক্ষণ কর্মসূচির পরিকল্পনা করতে হবে।
৩) Learning Management System পরিচালনা করা।
কি কি সুবিধা পাবেন ?
এখানে ইন্টার্নশিপ ট্রেনিং নিলে প্রতি মাসে ৪০০০ টাকা স্টাইপেন্ড পেয়ে যেতে পারেন। এছাড়া ইন্টার্নশিপ শেষে সার্টিফিকেট পাবেন যেটি চাকরির পাওয়ার ক্ষেত্রে সুবিধা পাবেন।
এই Internship কোথায় হবে?
যারা এখানে ইন্টার্নশিপ ট্রেনিং নেবেন বলে ভাবছেন, তাদের Mumbai এ থেকে এই Training করতে হবে।
How To Apply For Godrej Internship 2025 ?
আবেদন করতে হবে নির্দিষ্ট Website থেকে অনলাইনের মাধ্যমে। আবেদনের লিঙ্ক প্রতিবেদনের শেষের দিকে পেয়ে যাবেন।
Apply Link : Click Here