Farakka Barrage Project Recruitment 2025: সম্প্রতি রাজ্যের সকল চাকরিপ্রার্থীদের জন্য মুর্শিদাবাদ জেলায় কাজের সুযোগ আছে। ফারাক্কা ব্যারেজে Assistant Engineer পদেতে কর্মী নিয়োগ হবে। তার জন্য কোণ লিখিত পরীক্ষা হবে না, হবে শুধু ইন্তারভিউ।
এই নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয়, কি ভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বেতন কত হয় এই সব কিছু বিষয়ে বিস্তারে এই প্রতিবেদনে আলোচনা করা হল। তাই সমস্তটা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরতে হবে ।
নিয়োগকারী দপ্তর:Farakka Barrage
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন শুরু | ০৫/০৩/২০২৫ |
আবেদন শেষ | ০৩/০৫/২০২৫ |
পদের নাম ও শূন্যপদের সংখ্যা:
এখানে (Farakka Barrage Project Recruitment 2025) নিয়োগ হবে Assistant Engineer পদের জন্য। শূন্যপদের সংখা ১ টি।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত প্রয়োজন ?
শিক্ষাগত যোগ্যতা নিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা আছে, দেখে নিতে পারেন।
বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে।
Read More : ভারতীয় রেলে ১০ হাজার নিয়োগ, গ্রাজুয়েট পাশেও করা যাবে আবেদন
How To Apply For Farakka Barrage Project Recruitment 2025?
আবেদন করবেন অফলাইনের মাধ্যমে। নির্দিষ্ট ঠিকানায়- Office of the General Manager, Farakka Barrage District, P.O. Farakka Barrage, District Murshidabad (West Bengal)-742212 স্পীড পোস্টের মাধ্যমে জমা দিতে হবে।
নিয়োগ পদ্ধতি কি ?
সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।