EXIM Bank Recruitment 2025: এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকে কর্মী নিয়োগ, জেনে নিন কারা আবেদন করবেন

EXIM Bank Recruitment 2025: সম্প্রতি কেন্দ্রীয় সরকারের অধীনে আমদানি এবং রপ্তানি বিষয়ক ব্যাঙ্কের পক্ষ থেকে নতুন করে বিভিন্ন পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সকল প্রার্থীরা ব্যাঙ্কে চাকরি করার জন্য ইচ্ছুক আছেন, তারা আবেদন করতে পারেন। এখানে চাকরি পেলে বেতন খুবই ভালো পেয়ে যাবেন।

এই নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয়, কি ভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বেতন কত হয় এই সব কিছু বিষয়ে বিস্তারে এই প্রতিবেদনে আলোচনা করা হল। তাই সমস্তটা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরতে হবে ।

নিয়োগকারী দপ্তর:EXIM Bank

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন শুরু ২২/০৩/২০২৫
আবেদন শেষ ১৫/০৪/২০২৫

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত প্রয়োজন ?

যে সব (EXIM Bank Recruitment 2025) শূন্য পদ আছে সেই সব শূন্য পদের জন্য বিভিন্ন যোগ্যতা প্রয়োজন। যেমন- ম্যানেজমেন্ট ট্রেনি পদের জন্য বিটেক অথবা M.Sc করা থাকা চাই। ডেপুটি ম্যানেজার এবং চিফ ম্যানেজার পদের জন্য LLB অথবা MBA কমপ্লিট করে থাকতে হবে।

আবেদনের বয়সসীমা দরকার বিভিন্ন পদের জন্য বিভিন্ন। এর জন্য অফিসিয়াল নোটিশটি দেখে নিতে পারেন।

Read More : টেলিকমিউনিকেশন বিভাগে চাকরি, কারা আবেদন করবেন জেনে নিন

পদের নাম ও শূন্যপদের সংখ্যা:

এখানে যে সব পদেতে আবেদন করা যাবে সেগুলি হোল – ম্যানেজমেন্ট ট্রেনি, ডেপুটি ম্যানেজার, চিফ ম্যানেজার। মোট শূন্যপদের সংখ্যা ২৮ টি।

বেতন কেমন আছে ?

এখানে ডেপুটি ম্যানেজার পদেতে চাকরি পেলে প্রতি মাসে বেতন হিসাবে ৪৮,৪৮০ টাকা,  চিফ ম্যানেজার পদের জন্য ৮৫,৯২০ টাকা করে পাবেন।

How To Apply For EXIM Bank Recruitment 2025?

আবেদন করবেন অনলাইনের মাধ্যমে। লিঙ্ক এই প্রতিবেদনের শেষের দিকে আছে। আবেদনের ফি বাবদ ৬০০ টাকা, SC/ST এবং মহিলাদের জন্য ১০০ টাকা।

নিয়োগ পদ্ধতি কি ?

এখানে নিয়োগের জন্য প্রথমে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ হবে। এখানে সংস্থার সিদ্ধান্তই চূড়ান্ত।

Official NotificationClick Here
Website LinkClick Here
About Author
Nabamita Das

নবমিতা দাস! WBjobseekers.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। Burdwan University থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment