DSSSB Various Recruitment 2025: পশ্চিমবঙ্গের সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর!পশ্চিমবঙ্গের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুযোগ এনে দিল দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড (DSSSB)। যদিও কর্মস্থল হবে দিল্লিতে, তবুও পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে যোগ্য প্রার্থীরা এই নিয়োগে আবেদন করতে পারবেন। ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতা থেকেই একাধিক পদে আবেদন করার সুযোগ থাকছে। তাই এই সুবর্ণ সুযোগ হাতছাড়া না করে আজকের প্রতিবেদনে জেনে নিন সম্পূর্ণ তথ্য।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরুর তারিখ | ১৮ আগস্ট ২০২৫ (সোমবার) |
আবেদনের শেষ তারিখ | ১৬ সেপ্টেম্বর ২০২৫ (মঙ্গলবার) |
নিয়োগ সংক্রান্ত সংক্ষিপ্ত তথ্য
নিয়োগকারী সংস্থা | দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড (DSSSB) |
মোট শূন্যপদ | ৬১৫টি |
Read More: DVC তে গ্র্যাজুয়েশন পাশে অ্যাসোসিয়েট কনসালটেন্ট পদে চাকরি! সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ।

পদ অনুসারে শূন্যপদের সংখ্যা
বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৩৪টি ভিন্ন পদে শূন্যপদ রয়েছে, যেমন –
পদের নাম | শূন্যপদের সংখ্যা |
স্ট্যাটিস্টিকাল ক্লার্ক | ১১ |
অ্যাসিস্ট্যান্ট পাবলিক হেলথ ইন্সপেক্টর | ৭৮ |
রাজমিস্ত্রি | ৫৮ |
অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার | ২ |
জুনিয়র ড্রাফটসম্যান | ৬ |
টেকনিক্যাল সুপারভাইজার–রেডিওলজি | ৯ |
বেলিফ | ১৪ |
নায়েব তেহসিলদার | ১ |
অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার | ৯ |
সিনিয়র ইনভেস্টিগেটর | ৭ |
প্রোগ্রামার | ২ |
সার্ভেয়র | ১৯ |
কনজারভেশন অ্যাসিস্ট্যান্ট | ১ |
অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট | ৯৩ |
স্টেনোগ্রাফার | ১ |
অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান | ১ |
জুনিয়র কম্পিউটার অপারেটর | ১ |
চিফ অ্যাকাউন্ট্যান্ট | ১ |
অ্যাসিস্ট্যান্ট এডিটর | ১ |
সাব-এডিটর | ১ |
হেড লাইব্রেরিয়ান | ১ |
কেয়ারটেকার | ১১৪ |
ফরেস্ট গার্ড | ৫২ |
ট্রেনার গ্র্যাজুয়েট টিচার-স্পেশাল এডুকেশন টিচার | ৩২ |
মিউজিক টিচার | ৩ |
জুনিয়র ইঞ্জিনিয়ার-ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল | ৫০ |
ইন্সপেক্টিং অফিসার | ১৬ |
সিনিয়র ল্যাবরেটরী অ্যাসিস্ট্যান্ট | ৩ |
অ্যাকাউন্টেন্ট | ২ |
অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার | ২ |
ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট | ২ |
ইউডিসি-অ্যাকাউন্টস/ অডিটর | ৮ |
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট | ১ |
ফার্মাসিস্ট-ইউনানি | ১৩ |
Read More: এয়ারপোর্টে ৯৭৬টি শূন্যপদে জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ! প্রতিমাসে ন্যূনতম ৪০,০০০/- টাকা বেতন পাবেন।
শিক্ষাগত যোগ্যতা (DSSSB Various Recruitment 2025)
৩৪টি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত রয়েছে। যেমন, সার্ভেয়র পদের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সার্ভেয়িং–এ ডিপ্লোমা বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট এবং ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। অন্যান্য পদের জন্যও সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ডিগ্রি বা কোর্স থাকতে হবে।
বয়স সীমা
পদের ভিত্তিতে বয়সসীমা ভিন্ন হলেও সর্বনিম্ন বয়স ১৮ বছর হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। বিস্তারিত বয়সসীমা বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।
বেতন (DSSSB Various Recruitment 2025)
প্রতিটি পদের জন্য আলাদা পে-লেভেল অনুযায়ী বেতন প্রদান করা হবে। বিজ্ঞপ্তিতে সব পদের বেতনক্রম স্পষ্টভাবে দেওয়া আছে।
নিয়োগ প্রক্রিয়া
প্রথমে কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা (CBT) নেওয়া হবে। নির্দিষ্ট কিছু পদের ক্ষেত্রে অতিরিক্ত দক্ষতা বা ট্রেড টেস্ট নেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া (DSSSB Various Recruitment 2025)
যোগ্য প্রার্থীদের dsssbonline.nic.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন ফি
জেনারেল ও ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি | ১০০ টাকা |
মহিলা, এসসি, এসটি, পিডব্লিউডি ও প্রাক্তন সেনা প্রার্থীদের জন্য | কোনো আবেদন ফি নেই |
প্রতিটি পদের বয়সসীমা, বেতনক্রম, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত এবং পরীক্ষার নিয়মাবলী বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি মনোযোগ সহকারে পড়ুন।
DSSSB Various Recruitment 2025 Links
🌐 Official Website | Click Here |
✍ Apply Link | Apply Now |
📄 Official Notification | Download PDF |