DRDO CABS Recruitment, 2025 : জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করতে চলেছে ডিআরডিও সেন্টার র CENTRE for Airborne Systems . যে সকল প্রার্থীরা B.TECH বা M.TECH করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন । DRDO তে JRF করতে আগ্রহী প্রার্থীরা অবশ্যই এখানে আবেদন করবেন।
এখানে আবেদন করার জন্য যোগ্যতা কি লাগবে, বয়স কত লাগবে , কিভাবে আবেদন করতে হবে, পরীক্ষা পদ্ধতি কি হয় – এইসব কিছু আলোচনা রইল এই প্রতিবেদনে। আবেদন করতে ইচ্ছুক ছেলে মেয়েরা অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়বেন।
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন শুরু | শুরু হয়েছে |
আবেদন শেষ | 24/01/2025 |
নিয়োগকারি দপ্তর: DRDO-Centre for Airborne Systems
পদের নাম ও শূন্যপদের সংখ্যা :
Post Names | Vacancy |
Electronics & Communication Engineering (ECE) | 09 |
Electrical Engineering | 01 |
Mechanical Engineering | 04 |
Aeronautical Engineering | 02 |
Computer Science & Engineering | 09 |
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত?
এক্ষেত্রে বিভিন্ন পদের জন্য আলাদা যোগ্যতা দরকার হবে।
আবেদনকারীদের নির্দিষ্ট বিষয়ের উপর স্বীকৃত কোন কলেজ থেকে B.TECH/ BE করা চাই ও তার সাথে GATE SCORE 2023/2024 ও গ্রহন হবে।
অথবা, আবেদনকারীদের নির্দিষ্ট বিষয়ের উপর স্বীকৃত কোন কলেজ থেকে M.TECH/ ME করা চাই FIRST CLASS হতে হবে।
এখানে আবেদনকারীদের সর্বচ্চ বয়স ২৮ বছর হতে হবে।
Read More : Credit Card স্পেশালিস্ট নিয়োগ, মাসিক আয় ১০,০০০ টাকা
কীভাবে আবেদন করবেন ?
যে সকল প্রার্থীরা আবেদন করতে চান তাদের নির্দিষ্ট Website থেকে Application Form Download করে নিতে হবে। তারপর সেটি পূরন করে নিয়া Email মারফত Send করে দিতে হবে সঠিক সময়ের মধ্যে।
EMAIL Address হল jrf.rectt.cabs@gov.in
Selection Process কি ?
আবেদনকারীদের selection হবে Interview র মাধ্যমে ।
Interview Date:
28/01/2025 – ECE and Electrical
29/01/2025- Aeronautical and Mechanical
30/01/2025 – Computer Science
Reporting Time: 08:45 AM
Application Acceptance: 9:00 AM to 10:00 AM
Document verification and initial screening: 10:00 AM to 11:00 AM
Interview Time: 11:00 AM
Interview Venue: Centre for Airborne Systems (CABS), DRDO, Ministry of Defence, Belur, Yemlur Post, Bengaluru-560037.
IMPORTANT LINKS
Official Notification | Download Here |
Website | Click Here |