DMMU Murshidabad Recruitment 2025: মুর্শিদাবাদে কর্মী নিয়োগ, গ্রাজুয়েট পাশে আবেদন

DMMU Murshidabad Recruitment 2025: সম্প্রতি মুর্শিদাবাদ জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট এর পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। বেতনও ভালো আছে।

এই নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয়, কি ভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বেতন কত হয় এই সব কিছু বিষয়ে বিস্তারে এই প্রতিবেদনে আলোচনা করা হল। তাই সমস্তটা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরতে হবে ।

নিয়োগকারী দপ্তর:DMMU Murshidabad

গুরুত্বপূর্ণ তারিখ :

ইন্তারভিউ তারিখ- ০৪/০৪/২০২৫

পদের নাম ও শূন্যপদের সংখ্যা:

এখানে  রিসোর্স পার্সন পদেতে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্য পদের সংখ্যা ১ টি।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত প্রয়োজন ?

এই পদেতে আবেদনের জন্য যে কোণ শাখায় গ্রাজুয়েট হতে হবে।

বয়স ০১/০১/২০২৫ অনুসারে সর্বচ্চ ৬৫ হতে হবে।

How To Apply For DMMU Murshidabad Recruitment 2025?

ইচ্ছুক প্রার্থীদের আগে থেকে আবেদন করতে হবে না,প্রয়োজনীয় Document নিয়ে ইন্টারভিউর দিন নির্দিষ্ট জায়গায় হাজির হতে হবে। ঠিকানা – ডিআরডিসি মুর্শিদাবাদ অফিস, বহরমপুর, মুর্শিদাবাদ ,পশ্চিমবঙ্গ ।

Read More : রাজ্যের বন্দরে কর্মী নিয়োগ, শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে চাকরি

কি কি Document প্রয়োজন ?

১) শিক্ষাগত যোগ্যতার পরিচয় পত্র

২) জন্ম পরিচয় পত্র

৩) পাসপোর্ট সাইজ ফটো

৪) জাতি গত সার্টিফিকেট ইত্যাদি।

নিয়োগ পদ্ধতি কি ?

এই পদেতে আবেদন করার জন্য শুধুমাত্র ইন্টারভিউ দিতে হবে।

Website Link : Click Here

About Author

Leave a Comment