DM Office Hooghly Recruitment, 2025 : হুগলির ডিএম অফিসে কর্মী নিয়োগ, বিস্তারিত জেনে নিন কারা আবেদন করতে পারবেন

DM Office Hooghly Recruitment, 2025 : সম্প্রতি Hooghly District Magistrate র তরফ থেকে পিএম পোষণ স্কিমের অধীনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধু ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে।

এই নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয়, কি ভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বেতন কত হয় এই সব কিছু বিষয়ে বিস্তারে এই প্রতিবেদনে আলোচনা করা হল। তাই সমস্তটা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরতে হবে ।

নিয়োগকারী দপ্তর : DM Office Hooghly

গুরুত্বপূর্ণ তারিখ ঃ

ইন্টারভিউ তারিখ : 5/2/2025

পদের নাম ও শূন্যপদের সংখ্যা :

Post NamesVacancy
MDM Coordinator
1
Assistant Accountant
9

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত প্রয়োজন ?

MDM Coordinator পদের জন্য : অবসরপ্রাপ্ত WBCS (Executive) Officer হতে হবে

Assistant Accountant পদের জন্য : অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি হতে হবে

আবেদনকারীদের ৬৫ বছর বয়সের মধ্যে হতে হবে।

Read More : পূর্ব ও মধ্য রেলে অ্যাপ্রেনটিস নিয়োগ, আইটিআইরা আবেদন করুন

How To Apply For DM Office Hooghly Recruitment, 2025?

ইন্টারভিউর দিন আবেদনকারীদের সমস্ত নথি প্রমানপত্র নিয়ে নির্দিষ্ট ঠিকানায় হাজির হতে হবে।

Date :5/2/2025

Time : 11 A.M

VENUE : Office Chamber of the Additional District Magistrate (Dev), Old Collectorate Building, 1st Floor, Chinsurah, Hooghly

কি কি ডকুমেন্ত লাগবে?

১) আধার কার্ড

২) Pension Payment Order

৩) Application Form

৪) পাসপোর্ট ছবি

Official notification : Click Here

About Author

Leave a Comment