Diamond Harbour Medical College Recruitment : সম্প্রতি ডায়মণ্ড হারবার কলেজে Senior Resident পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন Department আছে, তাই বিভিন্ন Departments এ নিয়োগ করা হবে।
এই নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয়, কি ভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বেতন কত হয় এই সব কিছু বিষয়ে বিস্তারে এই প্রতিবেদনে আলোচনা করা হল। তাই সমস্তটা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরতে হবে ।
নিয়োগকারী দপ্তর: Diamond Harbour Govt Medical College
গুরুত্বপূর্ণ তারিখ :
ইন্টারভিউ তারিখ- ১৬/৪/২০২৫
পদের নাম ও শূন্যপদের সংখ্যা:
পদের নাম | শূন্যপদের সংখ্যা |
Senior Resident | 22 |
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত প্রয়োজন ?
এখাণে নিয়োগ হবে Anaesthesiology, Chest Medicine, Microbiology, Ophthalmology ইত্যাদি Departments এ, তাই শিক্ষাগত যোগ্যতা ভিন্ন প্রয়োজন।
৪৫ বছরের মধ্যে আবেদন করা যাবে।
Read More : কলকাতায় কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি, জেনে নিন কারা আবেদন করবেন
How To Apply For Diamond Harbour Medical College Recruitment?
সঠিকভাবে ফর্ম পূরণ করে ইন্টারভিউর দিন যেতে হবে।
নিয়োগ পদ্ধতি কি ?
নিয়োগ হবে ইন্টারভিউর মাধ্যমে।