Data Entry Internship, 2025 ঃ বর্তমান সময়ে শুধুমাত্র স্কুল- কলেজের ডিগ্রিই যথেষ্ট নয়, তার সাথে চাই সময় উপযোগী কিছু স্কিল শেখা, যার দ্বারা ভালো মতো আয় করা সম্ভব এবং নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করাও সম্ভব। EKLAVYA SEAIR LOGISTICS LLP র পক্ষ থেকে নতুন বছরে ইন্টার্নশিপ করার সুযোগ দিচ্ছে। যাদের Data Entry স্কিল জানা আছে এবং কোথাও ইন্টার্নশিপ করার কথা ভাবছেন, তাদের জন্য আছে সুবর্ণ সুযোগ। এটি সম্পূর্ণভাবে Work form Home জব ও ২ মাসের জন্য করতে পারবেন। তাই যারা Housewife, Retired person, অথবা আপনি Student সকলেই আবেদন করতে পারবেন।
এই ইন্টার্নশিপ এ কারা আবেদন করতে পারবেন, যোগ্যতা কি প্রয়োজন, তাদের দায়িত্ব কি হবে সেই সব সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়বেন।
নিয়োগকারী সংস্থা ঃ EKLAVYA SEAIR LOGISTICS LLP
গুরুত্বপূর্ণ তারিখ ঃ আবেদন শুরু হয়েছে, আবেদন করার শেষ তারিখ ২৩/০১/২০২৫
EKLAVYA SEAIR LOGISTICS LLP সম্পর্কিত তথ্যঃ
EKLAVYA SEAIR LOGISTICS LLP হল অন্যতম দ্রুত গতিতে বেড়ে ওঠা freight forwarding কোম্পানি। এটি বহু বছরের অভিজ্ঞতাসমৃদ্ধ Professionals দ্বারা পরিচালিত। এই কম্পানির Corporate Office হোল New Delhi তে। এছাড়াও ভারতের বিভিন্ন বড়ো বড়ো শহরে এদের অফিস আছে।
ইন্টার্নশিপের স্থান ও মেয়াদ ঃ
এই ইন্টার্নশিপ আপনারা করতে পারবেন সম্পূর্ণ নিজেদের বাড়ি থেকে, যার মেয়াদ ২ মাসের জন্য হবে।
কারা কারা আবেদন করতে পারবেন ?
আবেদনকারীদের নিম্নলিখিত যোগ্যতাগুলি প্রয়োজন –
১) যারা বাড়ি থেকে এই ইন্টার্নশিপ করার জন্য প্রয়োজনীয় সময় দিতে পারবেন।
২) ২৪/১২/২০২৪ থেকে ২৮/০১/২০২৫ র মধ্যে কাজ শুরু করতে পারবেন।
৩) ২ মাসের জন্য সময় দিতে পারবেন।
৪) যাদের যথাযথ যোগ্যতা ও আগ্রহ আছে।
Intern দের দায়িত্ব কি থাকবে?
১) কম্পানির system এ transportation সম্পর্কিত Data সঠিকভাবে input করা।
২) Data integrity বজায় রাখার জন্য data verify করা।
৩) টিম মেম্বারদের সাথে কাজ করার মানসিকতা।
৪) Data entry র পদ্ধতিকে আরও innovative করা।
৫) Data trend বিশ্লেষণ করা।
Read More : রেলের অধীন দপ্তরে ইঞ্জিনিয়ার নিয়োগ, মাইনে ২০,০০০ টাকা
কি কি সুবিধা পাওয়া যাবে ?
EKLAVYA SEAIR LOGISTICS LLP এ ইন্টার্নশিপ করার পর আপনারা Learn Excel, Learn Sas Programming, Learn Business Communication বিষয়ে কোম্পানির তরফ থেকে Certificate পাবেন যা আপনাদের Portfolio কে আরও আকর্ষণীও করে তুলবে।
How to Apply For Data Entry Internship, 2025 ?
এখানে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। এই প্রতিবেদনের শেষের দিকে আবেদন করার Link দেওয়া আছে সেখান থেকে Apply Now তে গিয়ে আবেদন করতে পারবেন।
Data Entry Internship, 2025 Apply Link : Apply Here