Cochin Shipyard Job 2025: সম্প্রতি যারা আইটিআই করে বসে আছেন, তাদের জন্য খুশির খবর। কারন এখানে বিভিন্ন পদেতে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাস ও সাথে আইটিআই পাস করা থাকলেই আবেদন করতে পারবেন আপনি। বেতনও বেশ ভালো আছে। তাই যারা ইচ্ছুক প্রার্থী আছেন, তারা অবশ্যই আবেদন করবেন।
এই নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয়, কি ভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বেতন কত হয় এই সব কিছু বিষয়ে বিস্তারে এই প্রতিবেদনে আলোচনা করা হল। তাই সমস্তটা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরতে হবে ।
নিয়োগকারী দপ্তর ঃHOOGHLY COCHINSHIPYARDLIMITED, HOWRAH- 711109
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন শুরু | ৪/৩/২০২৫ |
আবেদন শেষ | ২৪/৩/২০২৫ |
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত লাগবে?
এখানে বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন প্রয়োজন। তবে আইটিআই পাস অবশ্যই প্রয়োজন। এছাড়াও কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বাংলা ও হিন্দি ভাষাতে কথা বলার দক্ষতা প্রয়োজন।
আবেদনের জন্য সর্বচ্চ বয়স প্রয়োজন ৪৫ বছর।
Read More : ক্লার্ক নিয়োগ, ইন্টারভিউ দিয়ে নিয়োগ
পদের নাম ও শূন্যপদের সংখ্যা:
পদের নাম | শূন্যপদের সংখ্যা |
অপারেটর (ল্যাথে) | 1 |
অপারেটর (ক্রেন) | 1 |
ওয়েলডার (ক্রেন) | 1 |
অপারেটর (MHE & Transporter) | 1 |
ডিজেল মেকানিক | 1 |
How To Apply For Cochin Shipyard Job 2025?
আবেদন (Cochin Shipyard Job 2025) করবেন অনলাইনের মাধ্যমে, নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনের ফি বাবদ ৩০০ টাকা দিতে হবে।
নিয়োগ পদ্ধতি কি ?
নিয়োগের জন্য হবে একটি লিখিত পরীক্ষা ৩০ নম্বরের এবং তারপর হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা ৭০ নম্বরের।
Important Links
Website Link | Click Here |
Official Notification | Click Here |