CISF Constable Recruitment 2025 : সম্প্রতি ভারতবর্ষের যুব সম্প্রদায়ের জন্য আছে সুখবর। Central Industrial Security Force র তরফ থেকে বিশাল শূন্যপদে Constable নিয়োগ হতে চলেছে। এখানে সকল পুরুষ চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। যারা দেশের জন্য দেশের প্রতিরক্ষা বাহিনীতে কাজ করতে ছান, তাদের জন্য ভালো সুযোগ।
এই নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয়, কি ভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বেতন কত হয় এই সব কিছু বিষয়ে বিস্তারে এই প্রতিবেদনে আলোচনা করা হল। তাই সমস্তটা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরতে হবে ।
নিয়োগকারী দপ্তর ঃ Central Industrial Security Force / CISF
গুরুত্বপূর্ণ তারিখ ঃ
Application Starting Date | শুরু হয়েছে |
Application Closing Date | 4/3/2025 |
পদের নাম ও শূন্যপদের সংখ্যা:
পদের নাম | শূন্যপদের সংখ্যা |
Constable | 1124 |
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত লাগবে?
যে সকল পুরুষ চাকরিপ্রার্থীরা মাধ্যমিক পাস এবং নিজেদের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ী চালানোর পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে তারা আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের বয়স ৪/৩/২০২৫ অনুসারে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
বেতন কত ?
চাকরিপ্রাপকদের মাসিক বেতন প্রায় ২১,০০০ টাকা থেকে শুরু করে ৬৯,০০০ টাকা পর্যন্ত হতে পারে।
Read More : গার্ডেনরিচে ট্রেনী নিয়োগ, স্টাইপেন্ড মাসিক ১৫০০০ টাকা
How To Apply For CISF Constable Recruitment 2025 ?
আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে, নির্দিষ্ট সময়ের মধ্যে। আবেদনের সময় ফি বাবদ ১০০ টাকা জমা করতে হবে।
নিয়োগ পদ্ধতি কি ?
১) লিখিত পরীক্ষা
২) শারীরিক সক্ষমতার পরীক্ষা
৩) নথি যাচাই