BSSC Recruitment 2025: বিহারে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের যোগ্যতা

BSSC Recruitment 2025: সম্প্রতি Bihar Staff Selection এর পক্ষ থেকে বেশ কিছু পদেতে Lower Division Clerk ও Welfare Organiser পদেতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উচ্চমাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে , তবে Computer এর জ্ঞান থাকা চাই।

এই নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয়, কি ভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বেতন কত হয় এই সব কিছু বিষয়ে বিস্তারে এই প্রতিবেদনে আলোচনা করা হল। তাই সমস্তটা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরতে হবে ।

নিয়োগকারী দপ্তর:  Bihar Staff Selection Commission

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন শুরু ২৫/৪/২০২৫
আবেদন শেষ ২১/৫/২০২৫

পদের নাম ও শূন্যপদের সংখ্যা:

এখানে Lower Division Clerk ও Welfare Organiser পদেতে কর্মী নিয়োগ করা হবে।

মোট শূন্যপদের সংখ্যা ৫৬ টি।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত প্রয়োজন ?

আবেদনের জন্য উচ্চমাধ্যমিক পাস এবং Computer সম্পর্কে ভালো জ্ঞান থাকা চাই। ভালো শারীরিক সক্ষমতা থাকা চাই।

বয়স হতে হবে ২১ থেকে ৫৭ বছরের মধ্যে।

Read More :  কেন্দ্রীয় সরকারের Startup India প্রকল্প সম্পর্কে জানুন, কী কী সুবিধা পেতে পারেন ?

How To Apply For BSSC Recruitment 2025 ?

আবেদন (BSSC Recruitment 2025) করবেন অনলাইনের মাধ্যমে। আবেদনের ফি ৫৪০ ও ১৩৫ টাকা ।

নিয়োগ পদ্ধতি কি ?

নিয়োগ হবে কিছু ধাপে

১) প্রিলি পরীক্ষা

২) মেন পরীক্ষা

৩) Document Verification

৪) ম্যেডিক্যাল পরীক্ষা

Important Links

Official Notification Click Here
Apply Link Click Here
About Author

Leave a Comment