Bose Institute Internship Programme 2025: বসু বিজ্ঞানমন্দিরে ইন্টার্ন নিয়োগ, গ্রাজুয়েট পাশে করা যাবে আবেদন

Bose Institute Internship Programme 2025: সম্প্রতি গ্রীষ্মকালীন ইন্টার্নশিপের জন্য বেশ কিছু শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বর্তমানে শিক্ষার্থীদের জীবনে ইন্টারশিপের গুরুত্ব বাড়ছে। এই নিয়োগ করবে কোলকাতার বসু বিজ্ঞানমন্দির ।

এই নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয়, কি ভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বেতন কত হয় এই সব কিছু বিষয়ে বিস্তারে এই প্রতিবেদনে আলোচনা করা হল। তাই সমস্তটা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরতে হবে ।

নিয়োগকারী দপ্তর ঃবসু বিজ্ঞানমন্দির

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন শুরু শুরু হয়েছে
আবেদন শেষ  ২০/০৩/২০২৫

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত লাগবে?

Physical, Chemical, Biological Science নিয়ে পাঠরত ছেলে মেয়েরা যারা গ্রাজুয়েট শেষ বর্ষে পড়ছেন তাদের জন্য এই গ্রীষ্মকালীন ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে এই ইন্সটিটিউট। এর পাশাপাশি ইচ্ছুক প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষায় ৭৫ % নম্বর এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৬০% নম্বর পেয়ে থাকতে হবে।

Read More : ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাপ্রেন্টিস নিয়োগ, গ্রাজুয়েট পাশে করুন আবেদন

পদের নাম ও শূন্যপদের সংখ্যা:

এখানে বিভিন্ন পদেতে Apprentice নিয়োগ হবে, মোট শূন্যপদের সংখ্যা ৪০ টি।

How To Apply For Bose Institute Internship Programme 2025?

ইচ্ছুক আবেদনকারীদের অনলাইনের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে।

বেতন কেমন পাবেন ?

ইন্টার্নশিপের নিয়ম অনুসারে বেতন পাবেন।

নিয়োগ পদ্ধতি কি ?

ইন্টার্নশিপের পর আপনারা Certificate পেয়ে যাবেন।

Official Notification : Click Here

About Author

Leave a Comment