BIS Executive Management Recruitment,2025: Bureau Of Indian standards সম্প্রতি এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তদের পক্ষ থেকে Executive Management পদের জন্য লোক নিয়োগ করা হবে। বেতন প্রায় ১ লক্ষ টাকা। আবেদন করার প্রয়োজনীয় যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকলে অবশ্যই তাড়াতাড়ি আবেদন করে ফেলুন।
এখানে Bureau Of Indian standards (BIS) এ আবেদন করার জন্য যোগ্যতা কি লাগবে, বয়স কত লাগবে , কিভাবে আবেদন করতে হবে, পরীক্ষা পদ্ধতি কি হয় – এইসব কিছু আলোচনা রইল এই প্রতিবেদনে। আবেদন করতে ইচ্ছুক ছেলে মেয়েরা অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়বেন।
গুরুত্বপূর্ণ তারিখ ঃ
Application Start | 28/12/2024 |
Last Date Of Application | 17/01/2025 |
নিয়োগকারি দপ্তরঃ Bureau Of Indian standards (BIS)
পদের নাম ও শূন্যপদের সংখ্যা ঃ
Post Name | Vacancy |
Standards Coordination & Monitoring Department (SCMD) | 04 |
Think Nudge and Move Department (TNMD) | 01 |
National Institute of Training for Standardization (NITS) | 01 |
International Relations & Technical Information Services Department (IR&TISD) | 04 |
বেতন কত হবে ?
BIS র বিভিন্নরকম পদের জন্য মাইনে বিভিন্ন রকম হবে। এখানে চাকরিপ্রার্থীদের অভিজ্ঞতা অনুযায়ী তা নির্ধারণ হবে। তবে ১ লক্ষ টাকা থেকে শুরু হবে।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত?
এখানে (BIS Executive Management Recruitment,2025) আবেদনের জন্য বিভিন্ন পদেতে বিভিন্ন যোগ্যতা প্রয়োজন। কোন পদের জন্য কি যোগ্যতা লাগবে তা নিচে জানানো হোল-
Post Name | Qualification |
SCMD | MBA |
TNMD | MBA in Marketing |
NITS | Engineering Graduate with MBA |
IR&TISD | MBA |
আবেদনকারীদের বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে।
Read More :ন্যাশানাল হাইওয়ে অথোরিটি অফ ইন্ডিয়াতে ম্যানেজার নিয়োগ,মাইনে ৭০,০০০টাকা
How To Apply For BIS Executive Management Recruitment,2025?
আবেদনকারীদের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে নির্দিষ্ট website থেকে । আবেদন করার জন্য নিজের সব তথ্য দিয়া সঠিক ভাবে পূরণ করে জমা করতে হবে। সবশেষে জমা করতে হবে আবেদন ফি।
আবেদন করার ফি হোল ১০০০ টাকা ও তাতে GST যা লাগবে।
Selection Process কি ?
আবেদনকারীদের যোগ্যতা এবং অভিজ্ঞতা অনুসারে ডাকা হবে Technical knowledge যাচাই এবং Interview র জন্য। তারপর তৈরি হবে Merit List. চাকরিপ্রাপকদের ২ বছরের জন্য contractual এ নিয়োগ করা হবে। পরবর্তীতে তা বাড়ানো হতে পারে।
Important Links
Notification | Download Here |
apply online | Click Here |