BHEL Recruitment 2025: ভারত ইলেকট্রিক্যালসে ৫১৫টি পদে ন্যূনতম মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ! প্রতিমাসে বেতন সর্বোচ্চ ৬৫,০০০ টাকা।

BHEL Recruitment 2025: ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড বা BHEL এর তরফে অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ৫১৫ টি পদে আর্টিসান পদে কর্মী নিয়োগের বিষয়ে জানানো হয়েছে। আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে BHEL এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। ন্যূনতম মাধ্যমিক পাশের পাশাপাশি আইটিআই যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা কেন্দ্রীয় সরকারের অধীনে এই সংস্থায় আর্টিসান পদে নিযুক্ত হতে পারবেন।

অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৬ই জুলাই থেকে। তবে আবেদন করার আগে যোগ্যতা, পদের বিবরণ, আবেদন ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে সঠিকভাবে জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের প্রতিবেদনে এই সমস্ত তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হলো।

পদের নাম

BHEL আর্টিসান।

মোট শূন্যপদের সংখ্যা

৫১৫ টি।

Read More: নৌ সেনাবাহিনীতে ১১১০টি শূন্যপদে গ্রুপ বি ও গ্রুপ সি কর্মী নিয়োগ! ন্যূনতম মাধ্যমিক পাশে আবেদন করুন।

শিক্ষাগত যোগ্যতা

আর্টিসান পদের ক্ষেত্রে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে ITI সার্টিফিকেট থাকতে হবে। পদভেদে ভিন্ন ভিন্ন ট্রেডে ITI যোগ্যতা প্রয়োজন হবে। নির্দিষ্ট যোগ্যতার বিস্তারিত বিবরণ জানতে অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখুন।

বয়স সীমা (BHEL Recruitment 2025)

  1. আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে।
  2. সাধারণ এবং EWS প্রার্থীরা সর্বোচ্চ ২৭ বছর পর্যন্ত।
  3. OBC প্রার্থীরা ৩০ বছর পর্যন্ত এবং তপশিলি জাতি ও উপজাতি প্রার্থীরা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।
  4. সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

বেতন কাঠামো (BHEL Recruitment 2025)

নিযুক্ত কর্মীদের সপ্তম বেতন কমিশন অনুযায়ী বেতন দেওয়া হবে। বেতন স্কেল প্রায় ২৯,৫০০ টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৬৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে। বিস্তারিত জানতে নিচের লিঙ্ক থেকে সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেখে নিতে পারবেন।

নিয়ো পদ্ধতি

সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি। সম্ভাব্যভাবে আইটিআই যোগ্যতা ও প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই প্রার্থী নির্বাচন হতে পারে। সঠিক নিয়োগ প্রক্রিয়া জানতে ১৬ই জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে।

How To Apply For BHEL Recruitment 2025?

আগামী ১৬ই জুলাই থেকে BHEL এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর অনলাইন আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে।

BHEL Recruitment 2025 Links

🌐 Official WebsiteClick Here
✍ Apply LinkApply Now
📄 Official NotificationDownload PDF
About Author
Ipsita Dey

ইপ্সিতা দে | wbjobseekers.com সাইটের কন্টেন্ট রাইটার। বিগত ০৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment