BHEL Recruitment, 2025 : সম্প্রতি Bharat Heavy Electricals Limited র তরফ থেকে কয়েকশো পদেতে সুপারভাইজার ট্রেনি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সমস্ত যোগ্য ছেলে মেয়েরা আবেদন করতে পারবেন। বেতন কাঠামো যথেষ্ট আকর্ষণীয়।
এই নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয়, কি ভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বেতন কত হয় এই সব কিছু বিষয়ে বিস্তারে এই প্রতিবেদনে আলোচনা করা হল। তাই সমস্তটা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরতে হবে ।
নিয়োগকারী দপ্তর : BHEL
গুরুত্বপূর্ণ তারিখ ঃ
আবেদন শুরু | শুরু হয়েছে |
আবেদন শেষ | 28/2/2025 |
পদের নাম ও শূন্যপদের সংখ্যা :
Post Names | Vacancy |
Engineer Trainee | 150 |
Supervisor Trainee | 250 |
Read More : Nykaa দিচ্ছে ইন্টার্নশিপ করার সুযোগ, প্রতিমাসে ১৮ থেকে ৪০ হাজার টাকা আয় করার সুযোগ আছে
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত প্রয়োজন ?
Post Names | Educational Qualification |
Engineer Trainee | Engineering With 65% Marks |
Supervisor Trainee | Diploma with 65% Marks |
এখানে আবেদন করার সর্বচ্চ বয়স হল ২৭ বছর ১/২/২০২৫ অনুসারে। এছাড়া SC/ST/PWD প্রার্থীরা সরকারী নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।
How To Apply For BHEL Recruitment, 2025 ?
নির্দিষ্ট Website দ্বারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। আবেদনের লিঙ্ক এই প্রতিবেদনের শেষের দিকে পেয়ে যাবেন।
আবেদনের ফি কত ?
এখানে আবেদনের জন্য ১০৭২ টাকা লাগবে, তবে যারা SC/ST/PWD প্রার্থী , তাদের আবেদনের ফি হোল ৪৭২ টাকা।
বেতন কত পাবেন ?
Engineer Trainee পদের জন্য Training চলাকালীন ৫০,০০০ টাকা বেতন পাবেন, প্রশিক্ষণ শেষে বেতন পাবেন ৬০,০০০ টাকা।
Supervisor Trainee পদের জন্য Training চলাকালীন ৩২,০০০ টাকা বেতন পাবেন, প্রশিক্ষণ শেষে বেতন পাবেন ৩৩,৫০০ টাকা।
নিয়োগ পদ্ধতি কি ?
নিয়োগ হবে কয়েকটি ধাপে।
১) Computer Based Test
২) Document Verification
৩) Medical Test
Important Links
Apply Link | Click Here |
Official Notification | Click Here |