Bhabishyat Credit Card Scheme,2025: বর্তমানে রাজ্যের যারা বেকার যুবক যুবতি আছেন এবং নিজে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য নতুন কিছু করার কথা ভাবছেন, তাদের আর চিন্তা করার প্রয়োজন নেই। কারন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেই সকল যুবক যুবতিদের পাশে এসে দাঁড়ানোর জন্য নতুন উদ্যোগ নিয়াছেন। তিনি Bhabishyat Credit Card Scheme চালু করেছেন। আপনারা যারা নিজের কিছু Start Up শুরু করার কথা ভাবছেন, আপনাদের মূলধনের জন্য চিন্তা করার প্রয়োজন নেই। রাজ্য সরকার এই বিষয়ে আপনাদের সাহায্য করবে। আপনাদের সঠিক Planning থাকলে আপনারাও এই ক্রেডিট কার্ডের সুবিধা নিয়ে নিজেদের পায়ে দাঁড়াতে পারেন এবং আপনার সাথে সাথে আরও ছেলে মেয়ের কর্মসংস্থান আপনি করে দিতে পারেন।
Bhabishyat Credit Card Scheme র গুরুত্ব কতোটা ?
পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত এই Scheme র গুরুত্ব অপরিসীম ।
১) এই কার্ডের সুবিধা নিয়ে যুবক যুবতিরা নিজেদের Start Up শুরু করতে পারে, এর ফলে তারা নিজেদের সাথে সাথে আরও বহু ছেলে মেয়েদের কর্মসংস্থান গড়ে তুলতে সক্ষম হবে।
২) এই কার্ডের সুবিধা রাজ্যের ১৮ থেকে ৫৫ বছর বয়সি সকল যুবক যুবতি নিতে পারেন। তাদের সর্বচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হবে।
৩) রাজ্য সরকার এই ঋণ পেতে আপনাদের সাহায্য করবে।
৪) সবকিছু সঠিক তথ্য প্রমানের নথি আপনার কাছে থাকলে আপনি সহজেই এই ঋণ পাবেন।
Read More : ভারতের নতুন সিটিজেন কার্ড ! কিভাবে আবেদন করবেন দেখে নিন
এই প্রকল্পের সুবিধা কারা কারা নিতে পারবেন ?
১) আপনার বয়স হতে হবে ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে।
২) পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
৩) আপনার ব্যাঙ্কে যেন আগের কোণরকম Loan না থাকে। যদি থাকে তাহলে আগে সেটা মেটাতে হবে।
How To Apply For Bhabishyat Credit Card Scheme,2025 ?
আবেদন করতে হবে সম্পূর্ণ Online মাধ্যমে।
প্রথমে Official Portal এ গিয়া নিজের সব তথ্য দিয়া ফর্মটি পূরণ করবেন। এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করবেন যেমন- প্যান কার্ড, বয়সের প্রমাণপত্র, ভোটার কার্ড। এরপর সাবমিট করবেন।
যে সকল শর্ত মানতে হবে ?
আপনাদের সব ব্যক্তিগত তথ্যের প্রমানপত্র সঠিক থাকতে হবে এবং পূর্বের কোণ ঋণ যেন বাকি না থাকে ।
পশ্চিমবঙ্গ সরকারের প্রচেষ্টা :
এই কার্ডের সুবিধা নিয়া রাজ্যের ছেলে মেয়েরা যাতে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে এই উদ্দেশ্য নিয়েই এই প্রকল্পের পথ চলা শুরু । আপনি চাইলেই এই প্রকল্পের সুবিধা নিয়ে নিজের কর্মজীবনকে এগিয়ে নিয়া যেতে পারেন।
Important Link
Apply Link : Click Here