BANK OF BARODA SO Recruitment,2025: যে সকল যুবক যুবতীদের স্বপ্ন হল ব্যাঙ্কে চাকরি করার তাদের জন্য রইল সুখবর। ব্যাঙ্ক অফ বরোদাতে স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগের জন্য নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রায় ১২৬৭ শূন্যপদের জন্য কর্মী নিয়োগ হবে এবার। যে সমস্ত চাকরিপ্রার্থীরা বহুদিন ধরে ব্যাঙ্কে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা তাড়াতাড়ি আবেদন করে ফেলুন।
এই পরিক্ষার জন্য আবেদন পদ্ধতি কি ? ফি কত? যোগ্যাতা কি লাগবে ? আবেদনের সময়সীমা সম্পর্কে বিস্তারিতভাবে এই প্রতিবেদনে আলোচনা করা হল।এইসব তথ্য জানতে অবশ্যই প্রতিবেদনটা শেষ পর্যন্ত পড়তে হবে।
আবেদনের সময়সীমা
Registration Start Date | 28/12/2024 |
Last Date of Application | 17/01/2025 |
নিয়োগকারী সংস্থাঃ BANK OF BARODA
পদের নাম ও শূন্য পদের সংখ্যা
Post Names | Vacancy |
Chief Manager – Information Security Officer | 01 |
Cloud Engineer | 06 |
Senior Manager – Information Security Officer | 01 |
Senior Manager – Civil Engineer | 04 |
Technical Officer – Electrical Engineer | 04 |
Senior Developer – Full Stack JAVA | 26 |
Technical Manager – Civil Engineer | 02 |
Senior Manager – Civil Engineer | 04 |
Technical Officer – Civil Engineer | 06 |
Senior Manager – Security Analyst | 02 |
Manager – Security Analyst | 02 |
Officer – Security Analyst | 05 |
Head – SME Cell | 12 |
Senior Manager – MSME Relationship | 205 |
Senior Manager – Credit Analyst | 46 |
Manager – Credit Analyst | 78 |
Manager – Sales | 450 |
Agriculture Marketing Manager | 50 |
Agriculture Marketing Officer | 150 |
Bank Of Baroda র বেতন কত?
ব্যাঙ্ক অফ বরোদাতে বিভিন্ন পদের জন্য মাইনে বিভিন্ন হবে। তবে প্রায় ৮৫,০০০ টাকা থেকে শুরু করে ১,০০,০০০ টাকা পর্যন্ত বেতন হতে পারে।
আবেদনের যোগ্যতা এবং বয়সসীমা কত প্রয়োজন ?
ব্যাঙ্ক অফ বরোদাতে অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি অনুসারে( BANK OF BARODA SO Recruitment,2025) যোগ্যতা বিভিন্ন পদের জন্য বিভিন্নরকম প্রয়োজন । আবেদনকারীরা আবেদন করার আগে মূল বিজ্ঞপ্তিটি একবার দেখে নিয়া আবেদন করবেন।
আবেদনকারীদের বয়স ভিন্ন পদের জন্য ভিন্ন রাখা হয়েছে। তবে ২৪বছর থেকে শুরু করে ৪২ বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন।
Read More : ন্যাশানাল হাইওয়ে অথোরিটি অফ ইন্ডিয়াতে ম্যানেজার নিয়োগ,মাইনে ৭০,০০০টাকা
How To Apply For BANK OF BARODA SO Recruitment, 2025 ?
১) প্রথমে ব্যাঙ্ক অফ বরোদার Official Website এ গিয়ে Recruitment ট্যাবে click করতে হবে।
২) এরপর নিজের সব তথ্য দিয়ে ফর্ম ফিলআপ করতে হবে ।
৩) এরপর ফি জমা দিলেই ফর্ম ফিলআপ হয়ে যাবে।
আবেদন ফি কত?
যারা General/OBC/EWS তাদের আবেদন ফি ৬০০ টাকা এবং যারা SC/ST/PWD/Women তাদের আবেদন ফি ১০০ টাকা।
নিয়োগ পদ্ধতি কি ?
এক্ষেত্রে নিয়োগ কয়েকটি ধাপে হবে।
- Online Test
- Psychometric Test
- Group Discussion
- Personal Interview
Important Link
Official Notification | Download Here |
Website | Click Here |