Bank Of Baroda Apprentice Recruitment 2025: বরোদা ব্যাঙ্কে Apprentice নিয়োগ, গ্রাজুয়েট পাশে আবেদন করুন

Bank Of Baroda Apprentice Recruitment 2025: সম্প্রতি ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে বেশ কিছু পদেতে Apprentice নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাসিক বেতন হিসাবে পাবেন ১২ থেকে ১৫ হাজার টাকা। আপনি গ্রাজুয়েশন পাস করলেই আবেদন করতে পারবেন।

এই নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয়, কি ভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বেতন কত হয় এই সব কিছু বিষয়ে বিস্তারে এই প্রতিবেদনে আলোচনা করা হল। তাই সমস্তটা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরতে হবে ।

নিয়োগকারী দপ্তর : Bank Of Baroda

গুরুত্বপূর্ণ তারিখ ঃ

আবেদন শুরু19/2/2025
আবেদন শেষ11/3/2025

পদের নাম ও শূন্যপদের সংখ্যা :

পদের নাম শূন্যপদের সংখ্যা
Apprentice4000

Read More :  জেলা ম্যাজিস্টেট অফিসে কর্মী নিয়োগ, বেতন ১৬০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত লাগবে?

Post NameEducational Qualification
ApprenticeGraduation

How To Apply For Bank Of Baroda Apprentice Recruitment 2025 ?

আবেদন করতে হবে নির্দিষ্ট Website এ অনলাইনের মাধ্যমে। এই প্রতিবেদনের শেষের দিকে আবেদন করার লিঙ্ক আছে।

আবেদনের জন্য ফি কত ?

General/OBC/EWS800/-
SC/ST/Female Candidates600/-
PwD Candidates400/-

নিয়োগ পদ্ধতি কি ?

নিয়োগ হয় কয়েকটি ধাপে –

১) Online Examination

২) Document Verification

৩) Language Proficiency Test

৪) Medical Examination

Important Links

Official NotificationClick Here
Apply OnlineClick Here
About Author
Nabamita Das

নবমিতা দাস! WBjobseekers.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। Burdwan University থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment