Alipurduar District Job 2025: আলিপুরদুয়ারের সরকারি হোস্টেলে হেল্পার নিয়োগ! অষ্টম শ্রেণী পাশে চাকরির সুযোগ।

Alipurduar District Job 2025: পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার চাকরিপ্রার্থীদের জন্য এসেছে দুর্দান্ত সুখবর। এবার সরকারি গার্লস হোস্টেলে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। সাধারণত গ্রুপ ডি পদে মাধ্যমিক যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়া হলেও, এবার ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। ফলে স্বল্প শিক্ষাগত যোগ্যতার প্রার্থীদের জন্য এটি এক অনন্য সুযোগ।

আজকের এই প্রতিবেদনের মাধ্যমে এই চাকরিতে (Alipurduar District Job 2025) আবেদনের যোগ্যতা, পদের নাম, বয়স সীমা, মাসিক বেতন, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কিত তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হল। তাই প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালভাবে পড়ে নিজ দায়িত্বে বুঝে নিন।

নিয়োগ সংক্রান্ত সংক্ষিপ্ত তথ্য

হোস্টেলের নামআলিপুরদুয়ার সেন্ট্রাল গার্লস ST হোস্টেল
পদের নামহেলপার
মাসিক বেতন৫,০০০ টাকা

Read More: কেন্দ্রীয় সরকারি দপ্তরে ৬১৫টি শূন্যপদে কর্মী নিয়োগ! নুন্যতম মাধ্যমিক পাশে আবেদন করুন।

শিক্ষাগত যোগ্যতা

ইচ্ছুক আবেদনকারীরা যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ যোগ্যতা থাকলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা (Alipurduar District Job 2025)

০১/০১/২০২৫ অনুযায়ী ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

অতিরিক্ত শর্ত

আবেদনকারীর স্থায়ী বাসস্থান আলিপুরদুয়ার জেলায় হতে হবে।

Read More: ভারতীয় নৌ সেনাবাহিনীতে ১২৬৬টি শুন্যপদে কর্মী নিয়োগ! মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করো।

নিয়োগ পদ্ধতি

এই নিয়োগ সম্পূর্ণরূপে চুক্তিভিত্তিক। কোনও লিখিত পরীক্ষা হবে না। ১৪/০৮/২০২৫ তারিখে হোস্টেল প্রাঙ্গণে ওয়াক-ইন-ইন্টারভিউ এবং নথি যাচাইয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে।

How To Apply For Alipurduar District Job 2025?

  1. আগাম আবেদনপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই।
  2. ইন্টারভিউয়ের দিন সকাল ১০:৩০-এর মধ্যে হোস্টেলের ১১৮ নম্বর রুমে উপস্থিত হয়ে হাতে পূরণ করা আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথির স্বাক্ষরিত কপি জমা দিতে হবে।
  3. আবেদনপত্র নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গেই সংযুক্ত রয়েছে, যা প্রিন্ট করে পূরণ করতে হবে।

গুরুত্বপূর্ণ তথ্য

ইন্টারভিউয়ের জন্য কোনও যাতায়াত ভাতা দেওয়া হবে না। আবেদন করার আগে অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন।

Alipurduar District Job 2025 Links

🌐 Official WebsiteClick Here
📄 Official NotificationDownload PDF
About Author
Ipsita Dey

ইপ্সিতা দে | wbjobseekers.com সাইটের কন্টেন্ট রাইটার। বিগত ০৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment