AIIMS Nursing Officer Recruitment 2025 – AIIMS , New Delhi থেকে প্রকাশিত হল Nursing Officer Recruitment. তার জন্যা Common Eligibility Test এর বিজ্ঞপ্তি প্রকাশিত হল online আবেদন আহ্বান করা হয়েছে। এই নিয়োগের মাধ্যমে Pay Matrix Level-07 Nursing officer পদে চাকরির সুযোগ পাওয়া যাবে। আবেদনের করা যাবে 22th July,2025 to 11th August’2025,5.00 PM ।
Vacancy (শূন্য পদ)
নিয়োগকারী সংস্থা (Organisation) | AIIMS |
পদের নাম (Post) | Nursing Officer |
শূন্যপদের সংখ্যা (Vaccancy) | 3500 |
AIIMS Nursing Officer Recruitment 2025: যোগ্যতা
- B.Sc. (Hons) Nursing / B.Sc. Nursing. – বি.এসসি (অনার্স) নার্সিং/বি.এসসি নার্সিং
- Recognise from India Nursing Council – ভারতীয় নার্সিং কাউন্সিল বা রাজ্য নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত ডিগ্রি।
- Post basic B.Sc.(Nursing) –পোস্ট-বেসিক বি.এসসি নার্সিং ডিগ্রি থাকতে হবে এবং ভারতীয়/রাজ্য নার্সিং কাউন্সিলে নার্স (State Nursing Council) ও মিডওয়াইফ হিসেবে রেজিস্ট্রেশন (Midwife Registration) আবশ্যক।
2. GNM- ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি।
- – ভারতীয় নার্সিং কাউন্সিল বা রাজ্য নার্সিং কাউন্সিল (Indian Nursing Council) দ্বারা স্বীকৃত ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা থাকতে হবে।
- নার্স ও মিডওয়াইফ হিসেবে রেজিস্ট্রেশন আবশ্যক।
- Two Years Experiecne from 50 beded Hospital (2 বছরের কাজের অভিজ্ঞতা (ন্যূনতম 50 বেডের হাসপাতালে) আবশ্যক)।
Salary (বেতন)
Pay Scale – pay as per AIIMS, New Delhi Rule. Level 07 in the Pay pre -revised Pay Band-2 of Rs. 9300-34800.
Grade Pay 4600/-,
Group-B for AIIMS New Delhi and other AIIMS .
Age of AIIMS Nursing Officer Recruitment 2025 (বয়স) :
18 to 30 Years ( Age relaxation from different category).
How to Apply (কিভাবে আবেদন করবেন)
AIIMS (www.aiimsexams.ac.in) -এর অফিসিয়াল ওয়েবসাইট -এ গিয়ে Registration করুন – Document Upload করুন – Application Fees (আবেদন ফি জমা দিন) -Application document Print (আবেদনপত্রের প্রিন্ট আউট রাখুন) ।
Examination Date (পরীক্ষার তারিখ)
- NORCET Preliminary ( Stage 1) – 14th September, 2025 (Sunday )
2. NORCET Main (Stage 2 ) – 27th September,2025 (Saturday) .

Application Fees (আবেদন ফি)
General and OBC Candidates (জেনারেল/OBC প্রার্থীদের জন্য) – 3000 টাকা।
SC ST and EWS Canidates প্রার্থীদের জন্য – 2400 টাকা।
Physically Challanged Candidates – Free
Fees payment Medium – Debit Cards/Credit Cards/Net Banking SC/ST/EWS প্রার্থীদের ফি পরীক্ষা শেষে ফেরত দেওয়া হবে।
Important Information
1.Application Fees জমা হলে তা ফেরত দেওয়া হবে না।
2.SC/ST প্রার্থীদের certificate পরবর্তীতে আপলোড করতে হবে।
3.পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য AIIMS-এর website এ সিলেবাস এবং Model Question দেখুন।
AIIMS Nursing Officer Recruitment 2025
Official Notification | Click Here |
Official Website | Click Here |