AIIMS Bhubaneswar : ভারতীয় চিকিৎসা ব্যবস্থায় AIIMS (All India Institute of Medical Sciences) একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভারতে প্রথম AIIMS দিল্লিতে শুরু হয় ১৯৫৬ সালে। তারপর ধীরে ধীরে ভারতের বিভিন্ন স্থানে AIIMS তৈরি হয় চিকিৎসা ব্যবস্থা উন্নতির জন্য। ২০১২ সালে উড়িষ্যার ভুবনেশ্বরে স্থাপিত হয় AIIMS ভুবনেশ্বর। এই চিকিৎসা প্রতিষ্ঠানে বর্তমানে শিক্ষা রোগীদের পরিষেবা এবং গবেষণায় উল্লেখযোগ্য ভূমিকা স্থাপন করেছে। এই প্রতিষ্ঠানটি উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভারতবর্ষে এটা উল্লেখযোগ্য ভূমিকা স্থাপন করে। এখন আমরা ভুবনেশ্বরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব।
AIIMS Bhubaneswar : পরিচিতি
Name | Description |
নাম | AIIMS Bhubaneswar |
প্রতিষ্ঠিত | 2012 |
অবস্থান | Bhubaneswar,Orisa,India |
ক্যাম্পাস এলাকা | ১০০ একরেরও বেশি |
অধিভুক্তি | Ministry of Health and Family Welfare, Government of India |
কোর্স | MBBS,MD,MS,BDS,NURSING,PHD. |
শয্যা | 960 Bed |
ওয়েবসাইট | www.aiimsbhubaneswar.nic.in |
ভারত সরকারের Pradhan Mantri Swasthya Suraksha Yojana (PMSSY) এর অধীনে এই ভুবনেশ্বর স্থাপন করা হয়েছে। এটি দেশের ষষ্ঠ AIIMS। এই প্রতিষ্ঠানটি পূর্ব ভারতের প্রধান মেডিকেল হাব হিসেবে কাজ করে। মূল উদ্দেশ্য হলো আধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রদান করা এবং স্বাস্থ্য শিক্ষা প্রদান করা।
AIIMS Bhubaneswar : বৈশিষ্ট্যসমূহ
চিকিৎসা পরিষেবা :
AIIMS Bhubaneswar এ বিভিন্ন স্পেশালিটি বিভাগ :
- Cardiology – কার্ডিওলজি
- Neurology – নিউরোলজি
- Gastroenterology- গ্যাস্ট্রোএনটেরোলজি
- Orthopedics – অর্থোপেডিকস
- Oncology- অনকোলজি
- Nephrology- নেফ্রোলজি
মেডিকেল শিক্ষা :
Course | Seat | Time |
MBBS | 100 | 5.5 Years |
MD/MS | Seat As per Department Demands | 3 Years |
Bsc.(Nursing) | 60 | 4 Years |
AIIMS Bhubaneswar গবেষণার ক্ষেত্রেও একটি বড় অগ্রণী ভূমিকা নিয়ে থাকে। এখানে বহু রিসার্চ প্রজেক্ট এ কাজ চলে। এখানে ক্যান্সার গবেষণ হয়, শিশুশাস্ত্র ও পুষ্টি সংক্রান্ত গবেষণা হয়ে থাকে, সংক্রামক রোগের নিয়ন্ত্রণ বিসয়ে গবেষণা হয়ে থাকে। এছাড়াও বায়ো মেডিকেল রিসার্চে উচ্চতর গবেষণা সুযোগ থাকে।
Read More :- Tesla Showroom in Mumbai : টেসলা ফ্র্যাঞ্চাইজি মুম্বাইতে !
AIIMS Bhubaneswar : ঠিকানা
Address – Sijua, Patrapada, Bhubaneswar, Odisha – 751019
Phone Number-0674-2476789
E mail – info@aiimsbhubaneswar.edu.in

AIIMS Bhubaneswar Vs AIIMS Delhi
Parameter | AIIMS Bhubaneswar | AIIMS Delhi |
প্রতিষ্ঠা বছর | 2012 | 1956 |
সিট সংখ্যা (MBBS) | 125 | 100 |
শয্যা | 960 | 2500 |
গবেষণা | উন্নত | অত্যন্ত উন্নত |
এইমস ভুবনেশ্বর ভারতবর্ষের একটি উচ্চমানের চিকিৎসা ব্যবস্থার নাম। এখানে যেমন উচ্চমানের শিক্ষা ব্যবস্থা প্রদান করা হয় তেমনি উচ্চমানের চিকিৎসা ব্যবস্থাও প্রদান করা হয়। এখানে NEET পরীক্ষার মাধ্যমে ভর্তি হওয়া যায় এবং বিশ্বমানের প্রশিক্ষণ পায়। মেডিকেল শিক্ষায় যদি ক্যারিয়ার গড়ার দরকার হয় তাহলে AIIMS Bhubaneswar একটি আদর্শ মানের প্রশিক্ষণ স্থান।