Agniveer Vayu Recruitment 2025: ভারতীয় বায়ুসেনায় প্রায় ২৫০০টি শূন্যপদে অগ্নিবীর নিয়োগ! উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন।

Agniveer Vayu Recruitment 2025: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিশাল বড়ো সুখবর! সম্প্রতি ভারতীয় বায়ুসেনা ‘অগ্নিবীর বায়ু’ (Agniveer Vayu) পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উচ্চমাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, শারীরিক যোগ্যতা সহ যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য (Agniveer Vayu Recruitment 2025) জানুন আজকের এই প্রতিবেদনে।

নিয়োগ সংক্রান্ত সংক্ষিপ্ত তথ্য

নিয়োগকারী সংস্থাভারতীয় বায়ুসেনা (Indian Air Force)
পদের নামঅগ্নিবীর বায়ু (Agniveer Vayu)
মোট শূন্যপদের সংখ্যা প্রায় ২৫০০টি

Read More: উত্তর ২৪ পরগণা জেলায় সেন্টার অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ, প্রতিমাসে ২০,০০০ টাকা বেতন পাবেন।

শিক্ষাগত যোগ্যতা

বিজ্ঞান শাখার জন্য:

  1. উচ্চমাধ্যমিকে গণিত, পদার্থবিদ্যা ও ইংরেজিতে ৫০% নম্বরসহ উত্তীর্ণ।
    অথবা
  2. ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা (মেকানিক্যাল/ইলেকট্রনিক্স/অটোমোবাইল/CS/IT/ইন্সট্রুমেন্টেশন)– ৫০% মোট নম্বর ও ইংরেজিতে ৫০%।
    অথবা
  3. পদার্থ ও গণিত ব্যতীত অন্য বিষয়ে ২ বছরের বৃত্তিমূলক কোর্স, ৫০% নম্বরসহ।

অন্যান্য শাখার জন্য:

  1. যেকোনো বিষয়ে ৫০% মোট নম্বর ও ইংরেজিতে ৫০% নম্বরসহ উচ্চমাধ্যমিক পাশ।
    অথবা
  2. ২ বছরের বৃত্তিমূলক কোর্স, ৫০% নম্বর ও ইংরেজিতে ৫০% (যদি বিষয় প্রাসঙ্গিক না হয়, তবে ১০ম/১২শে ৫০%)।

শারীরিক যোগ্যতা (Agniveer Vayu Recruitment 2025)

1. পুরুষ প্রার্থীদের জন্য:

উচ্চতা১৫২.৫ সেমি
বুক৭৭ সেমি (৫ সেমি প্রসারণ সহ)
দৌড় ১.৬ কিমি, ৭ মিনিটে
পুশ-আপ ১ মিনিটে ১০টি
সিট-আপ ১ মিনিটে ১০টি
স্কোয়াট১ মিনিটে ২০টি

2. মহিলা প্রার্থীদের জন্য:

উচ্চতা১৫২ সেমি
দৌড় ১.৬ কিমি, ৮ মিনিটে
সিট-আপ ১.৫ মিনিটে ১৫টি
স্কোয়াট১ মিনিটে ১৫টি

বয়সসীমা (Agniveer Vayu Recruitment 2025)

আবেদনকারীর বয়স ১৭.৫ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। জন্মতারিখ ২ জুলাই, ২০০৫ থেকে ২ জানুয়ারি, ২০০৯-এর মধ্যে হলে আবেদনযোগ্য।

বেতন কাঠামো (৪ বছরের মেয়াদে)

বছরমাসিক বেতনইন-হ্যান্ড বেতন
১ম৩০,০০০/- টাকা ২১,০০০/- টাকা
২য়৩৩,০০০/- টাকা ২৩,১০০/- টাকা
৩য়৩৬,৫০০/- টাকা ২৫,৫৫০/- টাকা
৪র্থ৪০,০০০/- টাকা ২৮,০০০/- টাকা

‘সেবা নিধি’ প্যাকেজ (চাকরি শেষে)

  1. অগ্নিবীরদের মোট টাকা: প্রায় ৫.০২ লাখ টাকা
  2. ভারত সরকারের অবদান: প্রায় ৫.০২ লাখ টাকা
  3. মোট প্যাকেজ: প্রায় ১০.০৪ লাখ টাকা (সুদ ব্যতীত)
  4. এই ‘সেবা নিধি’ প্যাকেজটি সম্পূর্ণ আয়কর মুক্ত

অন্যান্য সুবিধা

  1. ঝুঁকিপূর্ণ ডিউটির জন্য বিশেষ ভাতা hy
  2. পোশাক ও যাতায়াত ভাতা
  3. চিকিৎসা ও ক্যান্টিন সুবিধা
  4. ৪৮ লক্ষ টাকার নন-কন্ট্রিবিউটরি লাইফ ইন্স্যুরেন্স কভার

নিয়োগ প্রক্রিয়া

  1. কম্পিউটার-ভিত্তিক লিখিত পরীক্ষা
  2. শারীরিক সক্ষমতা পরীক্ষা (PFT)
  3. ডকুমেন্ট যাচাই
  4. মেডিকেল টেস্ট

How To Apply For Agniveer Vayu Recruitment 2025?

  1. আগ্রহী প্রার্থীরা ভারতীয় বায়ুসেনার অফিসিয়াল ওয়েবসাইট https://agnipathvayu.cdac.in/AV/
  2. এই লিঙ্কে গিয়ে ৪ আগস্ট, ২০২৫ এর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
  3. আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি অবশ্যই ভালোভাবে পড়ে নিন।

আবেদন মূল্য

আবেদনকারীদের আবেদন ফি হিসেবে ৫৫০/- টাকা প্রদান করতে হবে। এই অর্থ অনলাইনের মাধ্যমে যেমন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা নেট ব্যাংকিং ব্যবহার করে সহজেই পরিশোধ করা যাবে।

Agniveer Vayu Recruitment 2025 Links

🌐 Official WebsiteClick Here
✍ Apply LinkApply Now
📄 Official NotificationDownload PDF
About Author
Ipsita Dey

ইপ্সিতা দে | wbjobseekers.com সাইটের কন্টেন্ট রাইটার। বিগত ০৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment