Agniveer Recruitment, 2025 ঃ যারা ভাবছেন ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করবেন তাদের জন্য নতুন বছরে রয়েছে সুবর্ণ সুযোগ। সম্প্রতি ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নতুন অগ্নিবীর নিয়োগের জন্য। এই নিয়োগটি AGNIPATH Scheme র অধীন AGNIVEERVAYU INTAKE 01/2026 এর জন্য আবেদনপত্র প্রকাশ করেছে।
এই চাকরির জন্য কি কি যোগ্যতা লাগবে, বেতন কত হয়, কিভাবে আবেদন করতে হবে, নিয়োগ পদ্ধতি কি হয়, এই সব আজকের প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করা হোল। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা অবশ্যই শেষ পর্যন্ত এই প্রতিবেদনটি পরবেন সমস্ত তথ্য জানতে।
গুরুত্বপূর্ণ তারিখ ঃ
Application Start Date | 07/01/2025 |
Application Close Date | 27/01/2025 |
Examination Date | 22/03/2025 |
নিয়োগকারি সংস্থা ঃ Indian Air Force
পদের নাম ও শূন্যপদের সংখ্যা কত?
এই নিয়োগটি করা হবে AGNIVEER VAYU এই পদের জন্য। তবে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদের সংখ্যা বলা হয়নি। আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একবার দেখে নিতে পারেন।
বেতন কত হবে?
এখানে চাকরিপ্রাপকদের প্রথম বছর ৩০,০০০ টাকা বেতন হবে, পরবর্তীকালে তা ৪০,০০০ পর্যন্ত হবে।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কি ?
যে সব চাকরিপ্রার্থীরা এখনে আবেদন করতে চান তাদের অবশ্যই যে কোণ স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং সাথে ৫০% নম্বর থাকা চাই। এছাড়া যারা কোন ভোকেশনাল কোর্স অথবা ডিপ্লোমা ডিগ্রি আছে তারাও আবেদন করতে পারবেন।
আবেদন করার জন্য বয়স সর্বোচ্চ ২১ বছর হতে হবে। সরকারী নিয়ম অনুযায়ী SC/ST/OBC রা কোনরকম বয়সের ছাড় পাবেন না। যাদের জন্ম ০১/০৭/২০০৫ থেকে ২০০৮ র মধ্যে তারাই আবেদন করতে পারবেন।
Read More : কেন্দ্রীয় সরকারে গ্রুপ সি নিয়োগ, মাধ্যমিক পাশরা আবেদন করুন!
How To Apply For Agniveer Recruitment, 2025 ?
Indian Air Force র Official Website এ গিয়ে Online এ আবেদন করতে হবে। এখানে নিজের তথ্য ও প্রয়োজনীয় নথি আপলোড করে ফর্ম ফিলআপ করবেন। তারপর ফি জমা দেবেন।
আবেদন ফি কত ?
আবেদনের জন্য ফিবাবদ দিতে হবে ৫৫০ টাকা। সংরক্ষিত শ্রেণীর জন্য কোনরকম ছাড় নেই।
নিয়োগ পদ্ধতি কি হয়?
তিনটি ধাপে নিয়োগ হবে-
১) প্রথমে হবে লিখিত পরীক্ষা
২) শারীরিক সক্ষমতার পরীক্ষা
৩) এরপর হবে ইন্টারভিউ
Important Link
Official Notification | Download Here |
Website Link | Click Here |