RRB Recruitment 2025: রেলওয়েতে ৪৩৪টি প্যারামেডিকেল স্টাফ নিয়োগ! মাসিক বেতন ৪৪,৯০০ টাকা সহ সরকারি সুযোগ।

RRB Recruitment 2025: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) আবারও চাকরি প্রার্থীদের জন্য নিয়ে এসেছে চমকপ্রদ নিয়োগ বিজ্ঞপ্তি। এইবার নার্সিং সুপারিনটেনডেন্ট থেকে শুরু করে বিভিন্ন প্যারামেডিকেল স্টাফ পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। ইতিমধ্যেই গত ০৯ আগস্ট ২০২৫ থেকে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগের এই সুযোগ ২০২৫ সালের অন্যতম বড় প্যারামেডিকেল স্টাফ নিয়োগ হতে চলেছে।

নিয়োগকারী সংস্থা

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)।

মোট শূন্যপদ: ৪৩৪ টি।

যে যে পদে নিয়োগ করা হবে-

  1. নার্সিং সুপারিনটেনডেন্ট
  2. ডায়ালিসিস টেকনিশিয়ান
  3. হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর
  4. ফার্মাসিস্ট
  5. রেডিওগ্রাফার (X-Ray টেকনিশিয়ান)
  6. ইসিজি টেকনিশিয়ান
  7. ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট

Read More: আগস্ট মাসের সেরা ১০টি চাকরির খবর! মাধ্যমিক পাশ যোগ্যতা থেকে আবেদন শুরু।

যোগ্যতার শর্তাবলী (RRB Recruitment 2025)

  1. ভারতীয় নাগরিকরা আবেদন করতে পারবেন।
  2. ০১ জানুয়ারি ২০২৬ তারিখ অনুযায়ী ন্যূনতম বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৪০ বছর। পদভেদে বয়সসীমায় পার্থক্য রয়েছে, যা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।
  3. সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
  4. প্রতিটি পদের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। উদাহরণস্বরূপ, নার্সিং সুপারিনটেনডেন্ট পদের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.Sc Nursing বা সমতুল্য যোগ্যতা থাকতে হবে।

বেতন কাঠামো (প্রতি মাসে)

পদের নামবেতন সীমা
নার্সিং সুপারিনটেনডেন্ট৪৪,৯০০/- টাকা
ডায়ালিসিস টেকনিশিয়ান / হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর৩৫,৪০০/- টাকা
ফার্মাসিস্ট / রেডিওগ্রাফার২৯,২০০/- টাকা
ইসিজি টেকনিশিয়ান২৫,৫০০/- টাকা
ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট২১,৭০০/- টাকা

নিয়োগ প্রক্রিয়া

প্রথমে কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা (CBT) হবে, যা ৯০ মিনিটের হবে এবং নির্দিষ্ট সিলেবাস অনুযায়ী প্রশ্ন থাকবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। চূড়ান্তভাবে যোগ্য প্রার্থী নির্বাচিত হলে সংশ্লিষ্ট পদে নিয়োগ দেওয়া হবে।

Read More: রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুযোগ! গ্রাজুয়েশন পাশে আবেদন করুন।

আবেদন পদ্ধতি (RRB Recruitment 2025)

  1. আবেদন সম্পূর্ণভাবে অনলাইনে করতে হবে।
  2. প্রার্থীদের RRB-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে আবেদন ফর্ম পূরণ করতে হবে।
  3. সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে প্রদান, আইডেন্টিটি অথেন্টিকেশন, এবং নির্ধারিত ফরম্যাটে প্রয়োজনীয় নথি আপলোড বাধ্যতামূলক।
  4. ভুল তথ্য বা নির্ধারিত নিয়ম অনুসরণ না করলে আবেদন বাতিল হবে।
  5. আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ০৮ সেপ্টেম্বর ২০২৫।

যারা প্যারামেডিকেল সেক্টরে সরকারি চাকরির স্বপ্ন দেখছেন, তাদের জন্য এই সুযোগ সত্যিই এক সোনালী অধ্যায় হতে পারে। সঠিক প্রস্তুতি ও নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করলে এই বিশাল নিয়োগ প্রক্রিয়ায় সফলতার সম্ভাবনা অনেক বেশি।

Important Links

🌐 RRB Recruitment 2025Click Here
✍ Apply LinkApply Now
📄 Official NotificationDownload PDF
About Author
Ipsita Dey

ইপ্সিতা দে | wbjobseekers.com সাইটের কন্টেন্ট রাইটার। বিগত ০৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment