August Month Job Vacancy 2025: আগস্টের শুরুতেই রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি খাতে একাধিক আকর্ষণীয় চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেসব চাকরিপ্রার্থী বহুদিন ধরে যোগ্যতা অনুযায়ী ভালো চাকরির অপেক্ষায় ছিলেন, তাদের জন্য আজকের প্রতিবেদনের মাধ্যমে আগস্ট মাসের মোট ০৯টি (August Month Job Vacancy 2025) গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তির সারসংক্ষেপ।
প্রতিটি বিজ্ঞপ্তির ক্ষেত্রেই (August Month Job Vacancy 2025) আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। তাই আর দেরি না করে নিজের যোগ্যতা অনুযায়ী বিস্তারিত তথ্য জেনে দ্রুত আবেদন করুন।
1. Intelligence Bureau Recruitment
মোট শূন্যপদের সংখ্যা | ৩,৭১৭টি |
শিক্ষাগত যোগ্যতা | স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি বা সমমান। |
বয়সসীমা | ১৮–২৭ বছর (তারিখ: ১০ আগস্ট, ২০২৫ অনুযায়ী)। |
আবেদনের শেষ তারিখ | ১০ আগস্ট, ২০২৫ (রাত ১১:৫৯ পর্যন্ত)। |
নিয়োগ বিজ্ঞপ্তি | Click Here |
আবেদন পদ্ধতি | MHA অফিসিয়াল ওয়েবসাইট (www.mha.gov.in) অথবা NCS ওয়েবসাইট (www.ncs.gov.in) থেকে অনলাইনে আবেদন। |
Read More: রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুযোগ! গ্রাজুয়েশন পাশে আবেদন করুন।
2. BEL Recruitment 2025 (August Month Job Vacancy 2025)
মোট শূন্যপদের সংখ্যা | ৩টি |
বয়সসীমা | সর্বোচ্চ ৬২ বছর (১ জুলাই, ২০২৫ অনুযায়ী)। |
আবেদনের শেষ তারিখ | ২০ আগস্ট, ২০২৫। |
নিয়োগ বিজ্ঞপ্তি | Click Here |
আবেদনের যোগ্যতা (August Month Job Vacancy 2025)
অবসরপ্রাপ্ত গ্রুপ ডিরেক্টর/ বিশিষ্ট বিজ্ঞানী/ সহযোগী পরিচালক বা তার উপরের পদে কাজের অভিজ্ঞতা; এয়ারবর্ন সার্ভিল্যান্স সিস্টেমে ন্যূনতম ২০ বছরের অভিজ্ঞতা; ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে এম.টেক./পিএইচডি প্রাধান্য।
আবেদন পদ্ধতি (August Month Job Vacancy 2025)
নির্ধারিত ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথিসহ সাধারণ/স্পিড পোস্টে পাঠাতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা
DGM (HR)/EW&A, Bharat Electronics Ltd, Jalahalli post, Bengaluru – 560013
3. OICL Recruitment 2025
মোট শূন্যপদের সংখ্যা | ৫০০টি |
বয়সসীমা | ২১–৩০ বছর (৩১ জুলাই, ২০২৫ অনুযায়ী; সংরক্ষিত শ্রেণীতে ছাড় প্রযোজ্য)। |
আবেদনের শেষ তারিখ | ১৭ আগস্ট, ২০২৫। |
শিক্ষাগত যোগ্যতা | যেকোনো বিষয়ের ন্যূনতম স্নাতক ডিগ্রি এবং ইংরেজিতে পাশ |
আবেদন পদ্ধতি | অনলাইন আবেদন |
নিয়োগ বিজ্ঞপ্তি | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
4. IBPS CRP Clerk Recruitment
মোট শূন্যপদের সংখ্যা | ১০,২৭৭টি |
শিক্ষাগত যোগ্যতা | স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। |
বয়সসীমা | ২০–২৮ বছর (সংরক্ষিত শ্রেণীতে ছাড় প্রযোজ্য)। |
আবেদনের শেষ তারিখ | ২১ আগস্ট, ২০২৫। |
আবেদন পদ্ধতি | অনলাইন |
নিয়োগ বিজ্ঞপ্তি | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | www.ibps.in |
Read More: জলপাইগুড়ি জেলায় ডেটা ম্যানেজার পদে কর্মী নিয়োগ! প্রতিমাসে ১৬,০০০ টাকা বেতন পাবেন।
5. BSF Constable Recruitment
মোট শূন্যপদের সংখ্যা | ৩৫৮৮টি (পুরুষ ৩৪০৬, মহিলা ১৮২) |
শিক্ষাগত যোগ্যতা | দশম শ্রেণি পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট। |
বয়সসীমা | ১৮–২৫ বছর (সংরক্ষিত শ্রেণীতে ছাড় প্রযোজ্য) |
আবেদনের শেষ তারিখ | ২৫ আগস্ট, ২০২৫ |
আবেদন পদ্ধতি | অনলাইন, প্রয়োজনীয় নথি আপলোড |
নিয়োগ বিজ্ঞপ্তি | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | https://rectt.bsf.gov.in/ |
6. Railway Recruitment 2025
মোট শূন্যপদের সংখ্যা | ৩১১৫টি |
শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক পাশ (৫০% নম্বর সহ) এবং নির্দিষ্ট ট্রেডে জাতীয় স্তরের সার্টিফিকেট। |
বয়সসীমা | ১৫–২৪ বছর। |
আবেদনের শেষ তারিখ | ১৩ সেপ্টেম্বর, ২০২৫ |
আবেদন পদ্ধতি | অনলাইন |
নিয়োগ বিজ্ঞপ্তি | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | https://www.rrcer.org/notice_board.html |
7. EPFO Recruitment 2025
মোট শূন্যপদের সংখ্যা | ২৩০টি |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক ডিগ্রি ও কোম্পানি আইন/লেবার আইন/পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ডিপ্লোমা |
বয়সসীমা | সর্বোচ্চ ৩০ বছর (সংরক্ষিত শ্রেণীতে ছাড় প্রযোজ্য) |
আবেদনের শেষ তারিখ | ১৮ আগস্ট, ২০২৫ |
আবেদন পদ্ধতি | অনলাইন |
নিয়োগ বিজ্ঞপ্তি | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | https://upsconline.nic.in |
8. HAL Recruitment 2025
মোট শূন্যপদের সংখ্যা | ৫০টি |
শিক্ষাগত যোগ্যতা | ন্যূনতম মাধ্যমিক পাশ এবং প্রাসঙ্গিক ট্রেডে আইটিআই। |
বয়সসীমা | ন্যূনতম ১৮ বছর (উচ্চসীমা নেই)। |
আবেদনের শেষ তারিখ | ১৮ আগস্ট, ২০২৫ |
আবেদন পদ্ধতি | অনলাইন |
নিয়োগ বিজ্ঞপ্তি | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | https://hal-india.co.in/home |
9. Constable Vacancy 2025
মোট শূন্যপদের সংখ্যা | ৩৫৮৮টি |
শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক পাশ এবং নির্দিষ্ট ট্রেডে ভোকেশনাল ডিগ্রি। পুরুষ ও মহিলা উভয়ই আবেদনযোগ্য। |
বয়সসীমা | ১৮–২৫ বছর |
আবেদনের শেষ তারিখ | ২৩ আগস্ট, ২০২৫ |
আবেদন পদ্ধতি | অনলাইন One Time Registration, ডকুমেন্ট আপলোড ও ফি প্রদান (তপশিলি জাতি/উপজাতি ও মহিলাদের জন্য ফি নেই)। |
নিয়োগ বিজ্ঞপ্তি | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | https://www.bsf.gov.in |