WB SET 2025: রাজ্য সরকারি কলেজে অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন আবেদনের সমস্ত বিস্তারিত তথ্য।

WB SET 2025: পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের তরফে ২০২৫ সালের স্টেট এলিজিবিলিটি টেস্ট (WB SET 2025) আয়োজনের ঘোষণা আগেই করা হয়েছিল। এবারে পরীক্ষার জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ১ আগস্ট ২০২৫ তারিখ থেকে কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন গ্রহণ শুরু হয়েছে।

উচ্চশিক্ষা সম্পন্ন করে রাজ্যের কলেজে অধ্যাপনার স্বপ্ন দেখা প্রার্থীদের জন্য এই পরীক্ষা একটি সোনার সুযোগ। আজকের এই প্রতিবেদনে পরীক্ষার তারিখ, যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং সিলেবাস সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো।

Read More: ভারতীয় বায়ুসেনায় প্রায় ২৫০০টি শূন্যপদে অগ্নিবীর নিয়োগ! উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন।

WB SET 2025 Exam Date

পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, WB SET 2025 অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার। পরীক্ষাটি সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত দুটি সেশনে আয়োজিত হবে। প্রথম ও দ্বিতীয় পেপার মিলিয়ে পুরো পরীক্ষা হবে OMR ভিত্তিক। পরীক্ষার দিন প্রার্থীদের এডমিট কার্ড, পরিচয়পত্র এবং প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে নিয়ে নির্ধারিত সময়ের আগেই পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

নিয়োগ পদ্ধতি ও সিলেবাস

WB SET 2025 পরীক্ষায় প্রার্থীদের দুটি OMR ভিত্তিক লিখিত পরীক্ষায় বসতে হবে:

প্রথম পেপার (General Paper):

  1. মোট প্রশ্ন: ৫০টি
  2. প্রতিটি প্রশ্ন: ২ নম্বর
  3. মোট নম্বর: ১০০
  4. সময়কাল: সকাল ১০টা থেকে ১১:৩০টা
  5. বিষয়বস্তু: শিক্ষাদানের সামগ্রিক দক্ষতা, যুক্তি, বিশ্লেষণ, গবেষণা পদ্ধতি ইত্যাদি।
  6. এটি সকল প্রার্থীর জন্য বাধ্যতামূলক এবং অভিন্ন।

দ্বিতীয় পেপার (Subject Paper):

  1. আবেদন করা বিষয়ভিত্তিক প্রশ্ন থাকবে
  2. মোট প্রশ্ন: ১০০টি
  3. প্রতিটি প্রশ্ন: ২ নম্বর
  4. মোট নম্বর: ২০০
  5. সময়কাল: দুপুর ১২টা থেকে ২টো পর্যন্ত

WB SET 2025 আবেদন পদ্ধতি

এই পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১ আগস্ট ২০২৫ তারিখ থেকে। প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ৩১ আগস্ট ২০২৫ রাত ১২টা পর্যন্ত। আবেদনের পরে, ৯ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র সংশোধনের সুযোগ দেওয়া হবে। তবে মনে রাখতে হবে, ৩১ আগস্টের পর নতুন করে কোনো আবেদন গ্রহণ করা হবে না। বিস্তারিত বিজ্ঞপ্তি কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে উপলব্ধ রয়েছে।

WB SET 2025 পরীক্ষায় কারা আবেদন জানাতে পারবেন?

এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতা থাকা আবশ্যক-

  1. স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৫৫% নম্বর (সংরক্ষিত শ্রেণির জন্য ছাড় প্রযোজ্য)।
  2. আবেদনের জন্য প্রার্থীদের সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর। এই পরীক্ষার ক্ষেত্রে কোনো ঊর্ধ্ব বয়সসীমা নেই, অর্থাৎ যে কোনো বয়সের প্রার্থী আবেদন করতে পারবেন।

আবেদন মূল্য

WB SET 2025 পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারী চাকরিপ্রার্থীদের নির্ধারিত আবেদন মূল্য ১৪০০ টাকা অনলাইনে জমা করতে হবে।

বিশেষ তথ্য

এই পরীক্ষার মাধ্যমে সফল প্রার্থীরা পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হবেন। প্রতিবছরই রাজ্য কলেজ সার্ভিস কমিশনের তত্ত্বাবধানে এই পরীক্ষার আয়োজন হয়। তাই যাঁরা উচ্চশিক্ষায় ক্যারিয়ার গড়তে আগ্রহী, তাঁদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।

একদম শেষ সময়ের জন্য অপেক্ষা না করে এখনই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন এবং প্রস্তুতি শুরু করে দিন।

WB SET 2025 Important Links

🌐 Official WebsiteClick Here
✍ Apply LinkApply Now
📄 Official NotificationDownload PDF
About Author
Ipsita Dey

ইপ্সিতা দে | wbjobseekers.com সাইটের কন্টেন্ট রাইটার। বিগত ০৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment