BOB Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে এল রাষ্ট্রায়ত্ত ব্যাংক অফ বরোদা। বিভিন্ন বিভাগের একাধিক গুরুত্বপূর্ণ পদে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ডিজিটাল ব্যাংকিং, সিকিউরিটি, ইনফরমেশন সিকিউরিটি এবং ইনফরমেশন টেকনোলজি বিভাগে এই নিয়োগগুলি হবে। এই প্রতিবেদন থেকে আপনি প্রতিটি বিভাগের জন্য নির্দিষ্ট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিশদে জেনে নিতে পারবেন।
আজকের প্রতিবেদনের মাধ্যমে এই চাকরির (BOB Recruitment 2025) সঠিক ও নির্ভরযোগ্য তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। তাই সময় নষ্ট না করে দ্রুত আবেদনের প্রক্রিয়া শুরু করে দিন।
১) ডিজিটাল ব্যাংকিং পরিষেবা:
ম্যানেজার-ডিজিটাল প্রোডাক্ট (স্কেল ২)
- শূন্যপদ: ৭টি
- বয়সসীমা: ২৪–৩৩ বছর
- যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BE/B.Tech (কম্পিউটার সাইন্স/IT/ইলেকট্রনিক্স ইত্যাদি) অথবা MCA ডিগ্রি
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে
সিনিয়র ম্যানেজার-ডিজিটাল প্রোডাক্ট (স্কেল ৩)
- শূন্যপদ: ৬টি
- বয়সসীমা: ২৭–৩৭ বছর
- যোগ্যতা ও অভিজ্ঞতা: উপরোক্তের মতো তবে কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
Read More: জেলায় উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় মহিলা কর্মী নিয়োগ! সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি।

২) সিকিউরিটি বিভাগ:
ফায়ার সেফটি অফিসার (স্কেল ১)
- শূন্যপদ: ১৪টি
- বয়সসীমা: ২২–৩৫ বছর
- যোগ্যতা: NFSC, নাগপুর থেকে ফায়ার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সমমানের স্বীকৃত ডিগ্রি।
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ১–৩ বছরের বাস্তব অভিজ্ঞতা আবশ্যক।
৩) ইনফরমেশন সিকিউরিটি:
ম্যানেজার (স্কেল ২)
- শূন্যপদ: ৪টি
- বয়সসীমা: ২৪–৩৪ বছর
- যোগ্যতা: BE/B.Tech/MCA/M.Sc (CS/IT) বা সমমানের ডিগ্রি
- সার্টিফিকেট: CEH/CompTIA+/CCNA
- অভিজ্ঞতা: অন্তত ৩ বছরের অভিজ্ঞতা, যার মধ্যে ১ বছর ইনফরমেশন সিকিউরিটিতে থাকতে হবে
সিনিয়র ম্যানেজার (স্কেল ৩)
- শূন্যপদ: ৪টি
- বয়সসীমা: ২৭–৩৭ বছর
- সার্টিফিকেট: CISSP/CISM/CISA
- অভিজ্ঞতা: মোট ৬ বছরের অভিজ্ঞতা, যার মধ্যে ৩ বছর ইনফরমেশন সিকিউরিটি সংক্রান্ত
চিফ ম্যানেজার (স্কেল ৪)
- শূন্যপদ: ২টি
- বয়সসীমা: ৩০–৪০ বছর
- অভিজ্ঞতা: অন্তত ৯ বছর, যার মধ্যে ৬ বছর ইনফরমেশন সিকিউরিটিতে থাকা আবশ্যক
৪) ইনফরমেশন টেকনোলজি:
ম্যানেজার-স্টোরেজ অ্যাডমিনিস্ট্রেশন ও ব্যাকআপ (স্কেল ২)
- শূন্যপদ: ২টি
- বয়সসীমা: ২৪–৩৪ বছর
- অভিজ্ঞতা: স্টোরেজ ও ব্যাকআপ ক্ষেত্রে অন্তত ১ বছরের সহ ৩ বছরের অভিজ্ঞতা আবশ্যক
সিনিয়র ম্যানেজার-স্টোরেজ অ্যাডমিনিস্ট্রেশন ও ব্যাকআপ (স্কেল ৩)
- শূন্যপদ: ২টি
- বয়সসীমা: ২৭–৩৭ বছর
- অভিজ্ঞতা: কমপক্ষে ৬ বছর, যার মধ্যে ৩ বছর স্টোরেজ ও ব্যাকআপের কাজে থাকতে হবে
Read More: পড়াশোনার জন্য পান ₹৭৫,০০০ পর্যন্ত অনুদান!
নিয়োগ প্রক্রিয়া
আবেদনকারীদের অনলাইন পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে।
How To Apply For BOB Recruitment 2025?
- আবেদন করতে হবে ব্যাংক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটে – www.bankofbaroda.in
- অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে
- আবেদনের শেষ তারিখ: ১২ আগস্ট ২০২৫
- আবেদন ফরম পূরণ করার সময় সমস্ত নথি স্ক্যান করে আপলোড করতে হবে এবং আবেদনমূল্য জমা দিতে হবে
আবেদন ফি
EWS ও OBC প্রার্থীরা | ৮৫০/- টাকা |
SC/ST/PwBD/মহিলা প্রার্থীরা | ১৭৫/- টাকা |
Important Links
🌐 Official Website | Click Here |
✍ Apply Link | Apply Now |
📄 Official Notification | Download PDF |