Indian Bank Recruitment 2025: ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ অ্যাপ্রেন্টিস নিয়োগ, প্রতিমাসে মিলবে ১৫,০০০ টাকা বেতন।

Indian Bank Recruitment 2025: বর্তমানে বেকারত্ব দেশের অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এরই মাঝে রাষ্ট্রায়ত্ত জনপ্রিয় ইন্ডিয়ান ব্যাংক এক বড়সড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বহু চাকরিপ্রার্থী যারা দীর্ঘদিন ধরে ব্যাংকের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। এবার প্রায় ১৫০০ শূন্যপদে নিয়োগ করা হবে।

কোন যোগ্যতায় আবেদন করা যাবে? বয়সসীমা কত? কোন কোন পদে নিয়োগ হচ্ছে? নিয়োগের পদ্ধতি কী? আবেদন প্রক্রিয়া কেমন হবে? এই প্রতিবেদন থেকে বিস্তারিতভাবে জেনে নিন সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য।

পদের নাম

ব্যাংক অ্যাপ্রেন্টিস (Bank Apprentice)

মোট শূন্যপদের সংখ্যা

১৫০০টি।

পশ্চিমবঙ্গের শূন্যপদ

১৫২টি।

প্রশিক্ষণের সময়সীমা: ১ বছর

Read More: রাজ্যের নদীয়া জেলায় বিপুল সংখ্যক আশা কর্মী নিয়োগ! মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন।

অ্যাপ্রেন্টিস পদের গুরুত্ব

বর্তমানে বিভিন্ন ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই পদে কাজের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠান থেকে দক্ষতা অর্জন ও প্রশিক্ষণ নেওয়ার সুযোগ মেলে। পরবর্তীকালে তা চাকরি পাওয়ার ক্ষেত্রে বড় সুবিধা দেয়। প্রশিক্ষণ চলাকালীন নির্ধারিত মাসিক স্টাইপেন্ড এবং শেষে একটি অভিজ্ঞতা সার্টিফিকেটও প্রদান করা হয়, যা ভবিষ্যতের ক্যারিয়ারে সহায়ক হয়ে ওঠে।

শিক্ষাগত যোগ্যতা

Indian Bank Recruitment 2025 এই নিয়োগ কেন্দ্রীয় সরকারের অ্যাপ্রেন্টিস আইন অনুযায়ী করা হবে। যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাধারণ বা পেশাদারী কোর্সে স্নাতক (Graduate) ডিগ্রিধারী প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।

বয়সসীমা (Indian Bank Recruitment 2025)

প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। (সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য ছাড় প্রযোজ্য।)

স্টাইপেন্ড

  1. শহর অঞ্চলে নিয়োগ হলে প্রতি মাসে ১৫,০০০ টাকা।
  2. গ্রামীণ ও শহরতলি অঞ্চলে নিয়োগ হলে ১২,০০০ টাকা।

নিয়োগ পদ্ধতি

  1. প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে।
  2. এরপর প্রার্থীদের স্থানীয় ভাষার দক্ষতা পরীক্ষা হবে।
  3. সফল প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন-এর মাধ্যমে নিয়োগ সম্পন্ন হবে।

How To Apply For Indian Bank Recruitment 2025?

  1. প্রথমে কেন্দ্রীয় সরকারের অ্যাপ্রেন্টিস পোর্টালে রেজিস্টার করতে হবে (Apprenticeship Act, 1961 অনুযায়ী)।
  2. তারপর ইন্ডিয়ান ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জমা দিতে হবে।
  3. আবেদনকারীদের অবশ্যই প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।
  4. আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ৭ আগস্ট

Indian Bank Recruitment 2025 Links

🌐 Official WebsiteClick Here
✍ Apply LinkApply Now
📄 Official NotificationDownload PDF
About Author
Ipsita Dey

ইপ্সিতা দে | wbjobseekers.com সাইটের কন্টেন্ট রাইটার। বিগত ০৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment