Central Bank Of India Recruitment 2025: মাধ্যমিক যোগ্যতার চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত নিয়োগের সুযোগ করে দিল রাষ্ট্রয়ত্ত ব্যাংক সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অবস্থিত সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট (RSETI)-এ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক ও স্নাতক যোগ্যতায় চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই এই নিয়োগের জন্য আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে।
ব্যাংকে চাকরি করতে আগ্রহীদের জন্য এটি (Central Bank Of India Recruitment 2025) একটি দুর্দান্ত সুযোগ। নিচে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন পদ, যোগ্যতা, নিয়োগ প্রক্রিয়া ও আবেদন পদ্ধতি উল্লেখ করা হলো।
নিয়োগকারী সংস্থা
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
পদের নাম
কাউন্সিলর – FLC ও অ্যাটেনডেন্ট
শিক্ষাগত যোগ্যতা
- কাউন্সিলর– যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
- অ্যাটেনডেন্ট– যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে।
অতিরিক্ত যোগ্যতা
- কাউন্সিলর পদে– প্রার্থীকে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের অধীনস্থ যেকোনো ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে এবং ন্যূনতম ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে শিলিগুড়ি বা সংলগ্ন এলাকায় বসবাসকারী হতে হবে এবং স্থানীয় ভাষায় লিখতে ও বলতে সক্ষম হতে হবে।
- অ্যাটেনডেন্ট পদে– স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে এবং শিলিগুড়ি বা আশেপাশের এলাকার বাসিন্দা হতে হবে।
বয়সসীমা
কাউন্সিলর পদে | ৪৫ থেকে ৬৫ বছর |
অ্যাটেনডেন্ট পদে | ২২ থেকে ৪০ বছর (শারীরিকভাবে সক্ষম হতে হবে) |
বেতন (Central Bank Of India Recruitment 2025)
- কাউন্সিলর পদে নিযুক্ত কর্মী প্রতিমাসে ২৫,০০০ টাকা বেতন পাবেন।
- অ্যাটেনডেন্ট পদে প্রতি মাসে ৮,০০০ টাকা বেতন পাবেন।
নিয়োগের ধরন
উল্লিখিত পদগুলি চুক্তিভিত্তিক। প্রাথমিকভাবে এক বছরের জন্য নিয়োগ হলেও পরবর্তীতে কাজের ভিত্তিতে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। প্রতি বছর ১৫ দিন ছুটি প্রাপ্য হবে। উভয় পদেই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
How To Apply For Central Bank Of India Recruitment 2025?
- আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অফলাইন।
- নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট করিয়ে প্রয়োজনীয় তথ্য সহ পূরণ করতে হবে।
- পূর্ণাঙ্গ আবেদনপত্র ও প্রয়োজনীয় নথিপত্র সহ ০৮/০৮/২০২৫ তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা
To Agriculture & Social Banking Dept., Central Bank of India, Regional Office Siliguri, address: Ashrampara, Near Panitanki More Siliguri, WB-734001.
Central Bank Of India Recruitment 2025 Links
🌐 Official Website | Click Here |
📄 Official Notification | Download PDF |