PNB Specialist Officer Recruitment 2025: পাঞ্জাব ব্যাঙ্কে অফিসার নিয়োগ, বেতন শুরু ৮০,০০০ টাকা থেকে

PNB Specialist Officer Recruitment 2025: সম্প্রতি পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কে অফিসার নিয়োগের এক দুর্দান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বেতন শুরুই হবে প্রায় ৮০ হাজার টাকা থেকে। বিভিন্ন পদেতে নিয়োগের বিভিন্ন যোগ্যতা লাগবে।

এই নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয়, কি ভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বেতন কত হয় এই সব কিছু বিষয়ে বিস্তারে এই প্রতিবেদনে আলোচনা করা হল। তাই সমস্তটা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরতে হবে ।

নিয়োগকারী দপ্তর ঃ Punjab National Bank

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন শুরু ০৩/০৩/২০২৫
আবেদন শেষ ২৪/০৩/২০২৫ 

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত লাগবে?

এখানে যেহেতু আলাদা আলাদা অনেক পদ আছে, তাই শিক্ষাগত যোগ্যতাও বিভিন্ন প্রয়োজন। তাই আপনারা অফিসিয়াল নোটিশটি দেখে নিতে পারেন।

বিভিন্ন পদের জন্য বয়সসীমা বিভিন্ন প্রয়োজন। তবে ২১ থেকে ৩৮ বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন।

Read More : রাজ্যের সরকারী মডেল স্কুলে টিচার নিয়োগ, ইন্টারভিউ দিয়ে চাকরি পান

পদের নাম ও শূন্যপদের সংখ্যা:

পদের নামশূন্যপদের সংখ্যা
Credit Officer250
Industrial Officer75
IT Manager5
Senior IT manager5
Data Scientist Manager3
Senior Data Scientist Manager2
Cyber Security Manager2
Senior Cyber Security Manager5

How To Apply For PNB Specialist Officer Recruitment 2025?

ইচ্ছুক আবেদনকারীদের নির্দিষ্ট Website থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে।

বেতন কেমন পাবেন ?

এখানে নিয়োগ পেলে বেতন বিভিন্ন পদ অনুসারে বিভিন্ন। তবে প্রায় ৮০ হাজার থেকে শুরু।

নিয়োগ পদ্ধতি কি ?

নিয়োগের জন্য প্রথমে হবে একটি লিখিত পরীক্ষা, এরপর হবে ইন্টারভিউ। এইভাবে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

Important Links

Website LinkClick Here
Official NotificationClick Here

About Author

Leave a Comment