Bankura District Group D Recruitment 2025: সম্প্রতি বাঁকুড়া জেলার শিশু উন্নয়ন দপ্তর থেকে এক নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গ্রুপ ডি পদেতে নিয়োগের জন্য। আপনি অষ্টমশ্রেণী পাশ হলেও আবেদনের জন্য যোগ্য। আবেদনের জন্য ২১ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত সকলেই আবেদন করতে পারবে।
এই নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয়, কি ভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বেতন কত হয় এই সব কিছু বিষয়ে বিস্তারে এই প্রতিবেদনে আলোচনা করা হল। তাই সমস্তটা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরতে হবে ।
নিয়োগকারী দপ্তর :OFFICE OF THE DISTRICT MAGISTRATE & COLLECTOR, BANKURA
গুরুত্বপূর্ণ তারিখ ঃ
আবেদন শুরু | ২৪/০২/২০২৫ |
আবেদন শেষ | ১৬/০৩/২০২৫ |
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত লাগবে?
এখানে পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন প্রয়োজন। কাউন্সিলার পদের জন্য গ্রাজুয়েট পাশ এবং অর্ডারলি পদের জন্য অষ্টম শ্রেণী পাশ প্রয়োজন।
আবেদনের জন্য বয়সসীমা ২১ থেকে ৪০ বছর হওয়া প্রয়োজন।
পদের নাম ও শূন্যপদের সংখ্যা:
পদের নাম | শূন্যপদের সংখ্যা |
অর্ডারলি | 1 |
কাউন্সিলার | 2 |
Read More : রাজ্যে পিএসসির মাধ্যমে চাকরির সুযোগ, মাসিক বেতন প্রায় ৫৫ হাজার টাকা
How To Apply For Bankura District Group D Recruitment 2025?
এক্ষেত্রে আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে নিজের biodata তৈরি করতে হবে, তারপর সেগুলি নির্দিষ্ট ইমেলের মাধ্যমে Send করতে হবে। ইমেলের ঠিকানা- recruitmentjjb@gmail.com
বেতন কেমন ?
বিভিন্ন পদ অনুসারে বেতন বিভিন্ন। যেমন কাউন্সিলার পদের জন্য বেতন প্রায় ১৩,৫০০ টাকা এবং অর্ডারলি পদের জন্য বেতন ১২,০০০ টাকা।
প্রয়োজনীয় Document গুলি কি কি ?
১) শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র
২) বয়সের প্রমাণ পত্র
৩) জাতিগত সার্টিফিকেট ইত্যাদি