Powergrid Manager Recruitment 2025: সম্প্রতি কেন্দ্রীয় সরকারের অন্তর্গত পাওয়ারগ্রিড কর্পোরেশনের তরফ থেকে বেশ কিছু পদেতে ম্যানেজার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি B.SC অথবা B.TECH পাশ করা থাকলে আবেদন করতে পারবেন। এটি একটি দুর্দান্ত সরকারি চাকরি।
এই নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয়, কি ভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বেতন কত হয় এই সব কিছু বিষয়ে বিস্তারে এই প্রতিবেদনে আলোচনা করা হল। তাই সমস্তটা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরতে হবে ।
নিয়োগকারী দপ্তর :পাওয়ারগ্রিড কর্পোরেশন
গুরুত্বপূর্ণ তারিখ ঃ
আবেদন শুরু | 18/2/2025 |
আবেদন শেষ | 12/3/2025 |
পদের নাম ও শূন্যপদের সংখ্যা :
এখানে সেসব পদেতে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল – ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, অ্যাসিস্টেন্ট ম্যানেজার ইত্যাদি। মোট শূন্যপদের সংখ্যা ১১৫ টি।
Read More : ইউনিইয়ন ব্যাঙ্কে Apprentice নিয়োগ, মাসিক বেতন ১৫,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত লাগবে?
এখানে আবেদন করতে হলে আপনাকে যে কোণ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.SC / B.TECH পাশ করা চাই। এছাড়া কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে আরও ভালো।
আবেদনকারীদের বয়স হতে হবে ম্যানেজার পদের জন্য ৩৯ বছর, ডেপুটি ম্যানেজার পদের জন্য সর্বচ্চ ৩৬ বছর, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য সর্বচ্চ ৩৩ বছর বয়স হতে হবে।
How To Apply For Powergrid Manager Recruitment 2025 ?
আবেদন করতে হবে নির্দিষ্ট Website এ অনলাইনের মাধ্যমে। এই প্রতিবেদনের শেষের দিকে আবেদন করার লিঙ্ক আছে।
বেতন কেমন পাবেন ?
এখানে চাকরিপ্রাপক বেতন হবে ৮০,০০০ থেকে ২ লক্ষ পর্যন্ত।
নিয়োগ পদ্ধতি কি ?
এখানে কোণরকম লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।