Bank Of Maharashtra Recruitment, 2025 : মহারাষ্ট্র ব্যাঙ্কে অফিসার নিয়োগ, বেতন ১ লক্ষ

Bank Of Maharashtra Recruitment, 2025 : সম্প্রতি মহারাষ্ট্র ব্যাঙ্কের তরফ থেকে একাধিক পদের জন্য অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সমস্ত বিটেক করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতন বেস আকর্ষণীয় আছে।

এই নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয়, কি ভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বেতন কত হয় এই সব কিছু বিষয়ে বিস্তারে এই প্রতিবেদনে আলোচনা করা হল। তাই সমস্তটা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরতে হবে 

নিয়োগকারী দপ্তর ঃ Bank Of Maharashtra

গুরুত্বপূর্ণ তারিখ ঃ

Application Starting Date17/01/2025
Application Closing Date17/02/2025

পদের নাম ও শূন্যপদের সংখ্যা :

Post NamesVacancy
Manager 172

Read More : কোল মাইন্সে স্টেনোগ্রাফার নিয়োগ, উচ্চমাধ্যমিক পাস হলেও করা যাবে আবেদন

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত লাগবে?

আবেদনকারিদের বিটেক পাশ করা থাকতে হবে।

এক্ষেত্রে আবেদনকারীদের বয়স বিভিন্ন পদ অনুসারে ভিন্ন ভিন্ন। আপনারা এই ব্যাপারে একবার Official Notice টি আবেদন করার পূর্বে দেখে নিতে পারেন।

How To Apply For Bank Of Maharashtra Recruitment, 2025?

আবেদন করতে হবে নির্দিষ্ট Website এ অনলাইনের মাধ্যমে। এই প্রতিবেদনের শেষের দিকে আবেদন করার লিঙ্ক আছে।

আবেদনের ফি কত ?

এখানে আবেদন করার ফি ১০০০ টাকা। যারা SC/ST প্রার্থী তাদের আবেদনের ফি হল ১০০ টাকা।

নিয়োগ পদ্ধতি কি ?

নিয়োগের ক্ষেত্রে কিছু ধাপ আছে-

১) Written Examination

২) Interview

৩) Document Verification

Important Links

Official NotificationClick Here
Online ApplicationClick Here
About Author

Leave a Comment