Coal India Recruitment, 2025: কোল ইন্ডিয়ার তরফ থেকে বেশ কিছু পদের জন্য Management Trainee নিয়োগ করা হবে, সেই হিসাবে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। বেতন বেশ ভাল। বিভিন্ন ক্ষেত্রে এই নিয়োগ হবে- যেমন Environment, Finance, Legal, Marketing, Security, Material Management ইত্যাদি।
এই নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয়, কি ভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বেতন কত হয় এই সব কিছু বিষয়ে বিস্তারে এই প্রতিবেদনে আলোচনা করা হল। তাই সমস্তটা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরতে হবে।
নিয়োগকারী দপ্তর ঃ Coal India Limited
গুরুত্বপূর্ণ তারিখ ঃ
আবেদন শুরু | 15/01/2025 |
আবেদন শেষ | 14/02/2025 |
পদের নাম ও শূন্যপদের সংখ্যা ঃ
Post Names | Vacancy |
Environment | 28 |
Finance | 103 |
Legal | 18 |
Marketing & Sales | 25 |
Community Development | 20 |
Personnel & HR | 97 |
Materials Management | 44 |
Coal Preparation | 68 |
Security | 31 |
Read More :এইচডিএফসি ব্যাঙ্কে প্রবেশনারি অফিসার নিয়োগ, বেতন প্রায় ১ লক্ষ
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত লাগবে?
এখানে আবেদন করার জন্য Official Notification অনুসারে বিভিন্ন পদের জন্য বিভিন্ন যোগ্যতা প্রয়োজন। আবেদন করার পূর্বে একবার বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।
এখানে আবেদনের জন্য বয়সসীমা সর্বাধিক ৩০ বছরের মধ্যে হতে হবে।
How To Apply For Coal India Recruitment, 2025 ?
আবেদনকারীদের অবশ্যই CIA র অফিসিয়াল Website র মাধ্যমে আবেদন করতে হবে ১৪/২/২০২৫ র মধ্যে। আবেদনের সময় নিজের ইমেল দেবেন। এরপর নিজের সব তথ্য দিয়ে ফর্ম পূরণ করে সাবমিট করবেন । শেষে আবেদনের ফি দিয়ে দেবেন।
আবেদনের ফি কত ?
আবেদনের জন্য ফি জমা করতে হবে ১১৮০ টাকা। যারা SC/ST/PWD তাদের জন্য কোণ ফি লাগবে না।
নিয়োগ পদ্ধতি কী হয়?
নিয়োগের জন্য দুটি ধাপ আছে। প্রথমে হবে একটি অনলাইন টেস্ট। এরপর হবে Interview.
Important Link
Website | Click Here |
Official Notification | Download Here |