Darjeeling Recruitment, 2025: সম্প্রতি District Child Protection Unit (DCPU), Darjeeling র পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাসিত হয়েছে , যেখানে বেশ কিছু পদের জন্য নতুন কর্মী নিয়োগ হতে চলেছে। এই বিজ্ঞপ্তি অনুসারে বিভিন্ন রকম পদ আছে এবং অষ্টমশ্রেণী পাস থেকে শুরু করে স্নাতক যোগ্যতা পর্যন্ত সকল চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। তাই যোগ্য প্রার্থীরা অবশ্যই আবেদন করবেন।
এই নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয়, কি ভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বেতন কত হয় এই সব কিছু বিষয়ে বিস্তারে এই প্রতিবেদনে আলোচনা করা হল। তাই সমস্তটা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরতে হবে।
নিয়োগকারী দপ্তর ঃ Office Of the District Magistrate Darjeeling, Government Of West Bengal
গুরুত্বপূর্ণ তারিখ ঃ
আবেদন শুরু | ০৭/০১/২০২৫ |
আবেদন শেষ | ৩১/০১/২০২৫ |
পদের নাম ও শূন্যপদের সংখ্যা ঃ
POST NAME | VACANCY |
Counselor | 01 |
Child Welfare Officer | 01 |
House Father | 01 |
Store Keeper | 01 |
Paramedical Staff | 01 |
Cook | 01 |
Helper Cum Night Watchman | 01 |
House keeper | 01 |
Read More : আধার সেবা কেন্দ্রে সুপারভাইসর নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত লাগবে?
এই বিজ্ঞপ্তি অনুসারে বিভিন্ন শূন্যপদের জন্য কর্মী নিয়োগ হবে, তাই শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন প্রয়োজন। তবে এখানে অষ্টমশ্রেণী পাস থেকে শুরু করে স্নাতক যোগ্যতা পর্যন্ত সমস্ত চাকরিপ্রার্থীরাই আবেদন করতে পারবেন।
ভিন্ন ভিন্ন পদের জন্য বয়স আলাদা প্রয়োজন। তবে ১৮ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত সকলেই আবেদন করতে পারবে। তবে আপনারা আবেদন করার পূর্বে মূল বিজ্ঞতিটি অবশ্যই পড়ে নেবেন।
How To Apply For Darjeeling Recruitment, 2025 ?
আবেদন করতে হবে Offline মাধ্যমে।
১) আবেদন ফর্মটি Download করে নিন। এই প্রতিবেদনের শেষের দিকে লিঙ্ক দেওয়া আছে।
২) নিজের সব তথ্য দিয়ে পূরণ করুন।
৩) প্রয়োজনীয় নথির জেরক্স সাথে দিয়ে দিন ।
৪) এরপর নিচের দেওয়া ঠিকানাতে পাঠিয়ে দিন।
আবেদনের ঠিকানা : District Child Protection Unit (Minority Bhawana Ground Floor Office of the District Magistrate Darjeeling – 734101
নিয়োগ পদ্ধতি কী হয়?
এক্ষেত্রে Selection র জন্য একটি Interview হবে ।
Important Link
Application Form | Download Here |
Official Notification | Download Here |
Website | Click Here |