Indian Army Tech Entry, 2025: নতুন বছরের শুরুতে ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে। যে সকল চাকরিপপ্রার্থীরা গ্রাজুয়েশণ পাশ, কিংবা যে কোণ শাখায় B.TECH করেছেন তারাও এই সরকারি চাকরিতির জন্য আবেদন করতে পারবেন। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে Indian Army Short Service Commission র পক্ষ থেকে। আপনারা যারা যোগ্য তারা অবশ্যই এই চাকরিটির জন্য আবেদন করবেন।
এই নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয়, কি ভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বেতন কত হয় এই সব কিছু বিষয়ে বিস্তারে এই প্রতিবেদনে আলোচনা করা হল। তাই সমস্তটা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরতে হবে।
নিয়োগকারী দপ্তর ঃ Indian Army Short Service Commission
গুরুত্বপূর্ণ তারিখ ঃ
আবেদন শুরু | ১০/০১/২০২৫ |
আবেদন শেষ | ০৯/০২/২০২৫ |
পদের নাম ও শূন্যপদের সংখ্যা ঃ
POST NAMES | VACANCY |
SSC TECHNICAL( MALE) | 350 |
SSC TECHNICAL ( FEMALE) | 29 |
SSC Non Technical (Widow) | 01 |
SSC TECHNICAL (Widow) | 01 |
Read More: ভিডিও এডিটিং করে লাখ টাকা আয়, তাড়াতাড়ি আবেদন করুন
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত লাগবে?
এই বিজ্ঞপ্তি অনুসারে বিভিন্ন পদের জন্য নিয়োগ হবে।তাই বিভিন্ন পদের জন্য বিভিন্ন যোগ্যতা ও বয়সসীমা আছে।
পদের নাম | যোগ্যতা |
SSC TECHNICAL( MALE) | যে কোণ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.TECH পাশ |
SSC TECHNICAL ( FEMALE) | যে কোণ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.TECH পাশ |
SSC Non Technical (Widow) | যে কোণ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Graduation পাশ |
SSC TECHNICAL (Widow) | যে কোণ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.TECH পাশ |
এই বিজ্ঞপ্তি অনুসারে বিভিন্ন পদের জন্য বিভিন্ন বয়সসীমা আছে। SSC TECHNICAL( MALE) এবং (Female ) র জন্য বয়স হতে হবে ২০ থেকে ২৭ বছরের মধ্যে। SSC Non Technical (Widow) এবং SSC TECHNICAL (Widow) র জন্য সর্বচ্চ ৩৫ বছর বয়স হতে হবে।
How To Apply For Indian Army Tech Entry, 2025?
আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে, নির্দিষ্ট সময়ের মধ্যে। নির্দিষ্ট Website এ Application করবেন , যেখানে আপনার সব তথ্য দিয়া পূরণ করলেই হয়ে যাবে।
নিয়োগ পদ্ধতি কী হয়?
এক্ষেত্রে Selection র জন্য প্রথমে তাদের শিক্ষাগত যোগ্যতার নম্বর দেখে Short List করা হবে। তারপর তাদের Interview হবে। সেখানে সফল হলে Medical Test হবে ।
Important Link
Notification | Download Here |
Application Link | Click Here |