SBI Bank Recruitment, 2025: আপনি কি ব্যাঙ্কে চাকরি করতে চান? তাহলে আপনার জন্য আছে এবার সুবর্ণ সুযোগ। SBI ব্যাঙ্ক এর তরফ থেকে নতুন official বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। নিয়োগ হবে ডেপুটি ম্যানেজার পদের জন্য।যে সমস্ত চাকরিপ্রার্থীরা বহুদিন ধরে ব্যাঙ্কে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ভারতের যে কোন প্রান্ত থেকে ছেলে মেয়েরা আবেদন করতে পারবেন।
এই পরিক্ষার জন্য আবেদন পদ্ধতি কি ? ফি কত? যোগ্যাতা কি লাগবে ? আবেদনের সময়সীমা সম্পর্কে বিস্তারিতভাবে এই প্রতিবেদনে আলোচনা করা হল।এইসব তথ্য জানতে অবশ্যই প্রতিবেদনটা শেষ পর্যন্ত পড়তে হবে।
নিয়োগকারী সংস্থাঃ State Bank Of India
আবেদনের সময়সীমা কি ?
Application Starting Date | Already Started |
Application Closing Date | 23/01/2025 |
পদের নাম ও শূন্য পদের সংখ্যা কত?
POST NAME | VACANCY |
Deputy Manager | 01 |
ডেপুটি ম্যানেজার পদের জন্য বেতন কত?
প্রায় লক্ষাধিক candidate পরীক্ষা দিয়ে থাকে Deputy Manager পদেতে চাকরি করার জন্য ও তার আকর্ষণীয় বেতনের জন্য।এই পদের জন্য বেতন মাসিক প্রায় 60,000 টাকা থেকে শুরু করে 90,000 টাকা পর্যন্ত।
আবেদনের যোগ্যতা এবং বয়সসীমা কি প্রয়োজন হয় ?
এক্ষেত্রে আবেদনকারীদের অবশ্যই Post Graduate Degree In History with Specialization in Modern Indian History থাকতে হবে।
SBI Deputy Manager র জন্য আবেদন করতে চাকরিপ্রার্থীদের বয়স ২৭ বছর থেকে ৩৭ বছর হতে হবে। তবে SC,ST, OBC,PWD প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়েসের ছাড় পেয়ে যাবেন।
Read More: শিলিগুড়ি পৌরসভায় কর্মী নিয়োগ, বেতন ১৬,৫০০
How To Apply For SBI Bank Recruitment, 2025 ?
আবেদনের জন্য সম্পূর্ণ অনলাইন মোডে প্রথমে নির্দিষ্ট website এ registration করে প্রয়োজনীয় নিজের সব তথ্য দিয়ে সম্পূর্ণ ফর্ম ফ্মআপ করতে হবে, এরপর scanned করা ছবি ও সই আপলোড করে,ফি জমা দিয়া submit করতে হবে।এরপর দরখাস্ত করা ফর্মের প্রিন্টআউট এবং জমা দেওয়া fee র প্রিন্টআউট সংগ্রহ করে নিতে হবে।
দরকারি Document কি কি লাগবে?
১)সমস্ত শিক্ষাগত যোগ্যতার certificate
2)কাস্ট certificate
৩)বয়সের প্রমানপত্র
আবেদন ফি কত?
সমস্ত General এবং OBC প্রার্থীদের জন্য দরখাস্তের ফি দিতে হবে ৭৫০ টাকা করে আর SC/ST/PWD দের জন্য আবেদন ফি লাগবে না।
নিয়োগ পদ্ধতি কি?
প্রার্থী বাছাই হবে তিনটি ধাপে-
১) Shortlisting
2)Interview
৩) Merit List প্রকাশ হবে।
Important Link
OFFICIAL NOTIFICATION | Download Here |
WEBSITE | Click Here |