Fashion Design Internship,2025: ফ্যাশন ডিজাইনে ইন্টার্নশিপ করার সুযোগ,স্টাইপেন্ড ১০ ,০০০ টাকা

Fashion Design Internship,2025 ঃ বর্তমান সময়ে শুধুমাত্র স্কুল- কলেজের ডিগ্রিই যথেষ্ট নয়, তার সাথে চাই সময় উপযোগী কিছু স্কিল শেখা, যার দ্বারা ভালো মতো আয় করা সম্ভব এবং নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করাও সম্ভব। যাদের ফ্যাশন ডিজাইন সম্পর্কে আগ্রহ আছে তাদের জন্য সুখবর।কারন এবার বাড়ি থেকে বসে ইন্টার্নশিপ করার সুযোগ পাচ্ছেন আগ্রহী প্রার্থীরা।  এই ট্রেনিং এর সময় ৬ মাসের জন্য। তাই যারা ফ্যাশন ডিজাইন জানেন এবং ইন্টার্নশিপ করার কথা ভাবছেন, তারা এই সুযোগ হাতছাড়া করবেন না।

এই ইন্টার্নশিপ এ কারা আবেদন করতে পারবেন, যোগ্যতা কি প্রয়োজন, কোথায় এই ইন্টার্নশিপ হবে, তাদের দায়িত্ব কি হবে সেই সব সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়বেন।

নিয়োগকারী সংস্থা ঃ TOKYO TORI

গুরুত্বপূর্ণ তারিখ ঃ আবেদন শুরু হয়েছে,আবেদন করার শেষ তারিখ 02/02/2025

TOKYO TORI সম্পর্কিত তথ্যঃ

এটি হল ভারতীয় পুরুষদের জন্য একটি আধুনিক ফ্যাশন ব্র্যান্ড। জাপানের সমস্ত আধুনিক Trend ফ্যাশন কে এরা ভারতে নিয়ে আসে, ভারতীয় পুরুষদের আধুনিক ফ্যাশন উপহার দিতে। যা ভারতীয় পুরুষদের আরও Confident, Stylish করে তোলে।

ইন্টার্নশিপের স্থান ও মেয়াদ ঃ

এই ইন্টার্নশিপের সময়কাল হল ৬ মাস। যেটা আপনারা নিজেদের বাড়ি থেকে করার সুযোগ পাচ্ছেন। যা সত্যিই অনেকের খুব সুবিধা হবে।

কারা কারা আবেদন করতে পারবেন ?

আবেদনকারীদের নিম্নলিখিত যোগ্যতাগুলি প্রয়োজন –

১) বাড়ি থেকে এই কাজটি করতে ইচ্ছুক হতে হবে।

২) আগামি ৬/২/২০২৫ র মধ্যে কাজটি শুরু করে দিতে হবে।

৩) ৬ মাস কাজটি করার মানসিকতা থাকতে হবে।

৪) সঠিক যোগ্যতা এবং আগ্রহ থাকতে হবে।

Read More: BIS এ ১ লক্ষ মাইনের কর্মী নিয়োগ, তাড়াতাড়ি আবেদন করুন।

Intern দের দায়িত্ব কি থাকবে?

এখানে যারা আবেদন করবেন তাদের যে সমস্ত দায়িত্ব পালন করতে হবে সেগুলি হল-

১) Adobe Illustrator, Adobe photoshop, Fashion Designing, Pattern Making এইসব বিষয়ে Skill থাকতে হবে।

২) Pattern Making র উপর কাজ করতে হবে।

কি কি সুবিধা পাওয়া যাবে ?

এখানে ইন্টার্নশিপ করার সময় মাসিক ১ ০,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে এবং শেষে তাদের Certificate প্রদান করা হবে, যা তাদের ভবিষ্যতে চাকরি পেতে সাহায্য করবে ।

How to Apply For Fashion Design Internship,2025 ?

এখানে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। এই প্রতিবেদনের শেষের দিকে আবেদন করার Link দেওয়া আছে সেখান থেকে Apply Now তে গিয়ে আবেদন করতে পারবেন।

Fashion Design Internship ঃ Apply Here

About Author
Nabamita Das

নবমিতা দাস! WBjobseekers.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। Burdwan University থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment