Data Entry Operator Recruitment,2025: যারা ডাটা এন্ট্রি অপারেটর র কাজ জানেন তাদের জন্য রয়েছে নতুন চাকরির সুযোগ। পশ্চিমবঙ্গের ভূমিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদের নিয়োগের জন্য। এই পদের বেতন যেমন ভালো তেমনি বিভিন্ন সুযোগ সুবিধাও আছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা অবশ্যই আবেদন করে ফেলুন।
ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয়, কি ভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বেতন কত হয় এই সব কিছু বিষয়ে বিস্তারে এই প্রতিবেদনে আলোচনা করা হল। তাই সমস্তটা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরতে হবে।
নিয়োগকারী দপ্তর ঃ Office Of the Additional District Magistrate & District Land & Land Reforms Officer , Government Of West Bengal
গুরুত্বপূর্ণ তারিখ ঃ আবেদন শুরু হয়েছে। আবেদন জানানোর শেষ তারিখ ১৫/০১/২০২৫
পদের নাম ও শূন্যপদের সংখ্যা ঃনিয়োগ হবে এন্ট্রি অপারেটর পদের জন্য রাজ্যের ভূমি দপ্তরে। শূন্যপদ থাকবে ১৯ টি।
বেতন কাঠামো কেমন ?
Data Entry Operator Recruitment,2025 পদের জন্য যে নিয়োগ হতে চলেছে তাদের বেতন বেশ ভালো। বেতন হয় প্রায় ১৩,০০০ টাকা। তাই যে সমস্ত ছেলে মেয়েরা এই পদের জন্য আবেদন করে ভবিষ্যৎ গড়তে চান , তাদের জোর কদমে প্রস্তুতি চালিয়ে যেতে হবে।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত প্রয়োজন ?
এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করে থাকতে হবে এবং সেই সঙ্গে Computer এর উপর ৬ মাসের বেসিক কোর্স করা চাই। স্নাতকে অবশ্যই ৬০ শতাংশ নম্বরও থাকা চাই । যেহেতু এই বিজ্ঞপ্তিটি পূর্ব মেদিনীপুর জেলা থেকে প্রকাশিত হয়েছে তাই সেই অঞ্চলের প্রার্থীরাই আবেদনের জন্য যোগ্য।
আবেদনকারীদের বয়স ০১/০১/২০২৫ অনুসারে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
Read More : BIS এ ১ লক্ষ মাইনের কর্মী নিয়োগ, তাড়াতাড়ি আবেদন করুন।
How To Apply For Data Entry Operator Recruitment,2025 ?
আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের Online মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের লিঙ্ক এই প্রতিবেদনের নিচের দিকে দেওয়া আছে। আপনারা আবেদনের পূর্বে অবশ্যই Official Notification টি একবার পরে নিয়া আবেদন করবেন ।
নিয়োগ পদ্ধতি কি ?
নিয়োগের জন্য হবে প্রথমে একটি লিখিত পরিক্ষা। যেটি হবে ৫০ নম্বরের। এখানে যারা পাস করবেন তাদের ডাকা হবে Computer Test ও Interview র জন্য। তারপর যোগ্য ব্যাক্তিদের তালিকা প্রকাশ হবে। তবে লিখিত পরিক্ষার দিন ঘোষিত হয়েছে ০৯/০২/২০২৫। এই চাকরিটি তিন বছরের জন্য চুক্তিভিত্তিক হবে।পরবর্তীকালে এই মেয়াদ বাড়তে পারে।
Important Links
Website Link | Click Here |
Official Notification | Download Here |