Siliguri Municipal Corporation Recruitment,2025 ঃ নতুন বছরে রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে সুখবর। শিলিগুড়ি পৌরসভার পক্ষ থেকে সম্প্রতি এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নতুন কর্মী নিয়োগের জন্য। যে সমস্ত ছেলে মেয়েরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং সরকারি চাকরি করে নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চায়, তাদের কাছে এই বিজ্ঞপ্তিটি অবশ্যই গুরুত্বপূর্ণ ।
শিলিগুড়ি পৌরসভায় কর্মী নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয়, কি ভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বেতন কত হয় এই সব কিছু বিষয়ে বিস্তারে এই প্রতিবেদনে আলোচনা করা হল। তাই সমস্তটা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরতে হবে।
নিয়োগকারী দপ্তর ঃSiliguri Municipal Corporation
গুরুত্বপূর্ণ তারিখ ঃ
আবেদনের শুরু | ৩০/১২/ ২০২৪ |
আবেদনের শেষ | ১৪/০১/২০২৫ |
পদের নাম ও শূন্যপদের সংখ্যা ঃ
এই অনুসারে সিভিল ইঞ্জিনিয়ার পদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শূন্যপদের সংখ্যা ২ টি।
বেতন কাঠামো কেমন ?
সিভিল ইঞ্জিনিয়ার পদের জন্য যারা নিয়োজিত হবেন তাদের মাসিক বেতন হবে ১৬,৫০০ টাকা। পরবর্তীতে বাড়তেও পারে।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কি প্রয়োজন?
যে সমস্ত চাকরি প্রার্থীরা শিলিগুড়ি পৌরসভার সিভিল ইঞ্জিনিয়ার পদের জন্য আবেদন করতে চান তাদের কোন স্বীকৃত বিশ্ব বিদ্যালয় সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে থাকতে হবে।
এখানে আবেদন করতে ইচ্ছুক ছেলে মেয়েদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
Read More : পিএসসিতে আবার নতুন নিয়োগ, আবেদন করুন গ্রাজুয়েটরা
How To Apply For Siliguri Municipal Corporation Recruitment,2025 ঃ
এই বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে কিছু Step অনুসরন করতে হবে –
১) প্রথমে এই শিলিগুড়ি পৌরসভার অফিসিয়াল Website থেকে আবেদন ফর্মটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট Download করতে হবে।
২) এরপর এই আবেদনপত্রে নিজের নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা সবকিছু তথ্য ভালো করে পূরণ করতে হবে।
৩) ফর্ম পূরণ হলে নিজের সব Document গুলির জেরক্স আবেদনপত্রের সাথে সংযুক্ত করবেন।
৪) এরপর নিচের ঠিকানয় জমা করতে হবে।
আবেদনপত্র জমা করার ঠিকানা ঃ
কমিশনার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, বাগাযতিন রোড
P.O- শিলিগুড়ি , জেলা- দার্জিলিং , পিন- ৭৩৪০০১
নিয়োগ পদ্ধতি কি?
এখানে কোনরকম লিখিত পরীক্ষা হবে না। প্রার্থী বাছাই করার জন্য শুধুমাত্র Interview হবে।
Important Links :
Official Notification | Download Here |
Website | Click Here |