12 Week Rare Pregnancy Case : ভারতবর্ষে এই প্রথম ১২ তম সপ্তাহে ধরা পরল যকৃতে বেড়ে উঠছে ভ্রুন, জরায়ুতে নয়!

সম্প্রতি ভারতের উত্তর প্রদেশ রাজ্যে এক বিরল গর্ভাবস্থা ঘটনা (12 Week Rare Pregnancy Case) এসেছে যা চিকিৎসা বিজ্ঞানে গোটা সমাজকে করে দিয়েছে। এই প্রেগনেন্সি মায়ের বেশ কিছুদিন থেকে পেট ব্যথা বমি লাগাতার হচ্ছিল কোন কিছু সূরা না হওয়ার কারণে ডাক্তার দেখাতে গেছিলে। সেখানে ডাক্তার চেকআপ করার পর জানা গেল যে এই অন্তঃসত্ত্বার জরায়ুতে নয় যকৃতে বেড়ে উঠেছে ভ্রূণ।এটিকে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় রেয়ার প্রেগনেন্সি কেস। এটি একটি বিরল ঘটনা কে নিয়ে গবেষণার বিষয় হয়ে উঠেছে।

পটভূমি (12 Week Rare Pregnancy Case):

উত্তরপ্রদেশের মিরাট জেলার বুলন্দশহর থেকে এই ঘটনাটি র খবর এসেছে। ২৬ বছর বয়সী এক গৃহবধূর গর্ভে যকৃতে বেড়ে উঠেছে একসাথে পাঁচটি ভ্রূণ। প্রসব যন্ত্রণা নিয়ে স্থানীয় এক সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা আল্ট্রাসনোগ্রাফি করার লেখেন। সেই আলট্রাসনোগ্রাফি (USG) তে চাঞ্চল্যকর রিপোর্ট আছে দেখা যায় যে একটি নয় দুটি নয় একসাথে পাঁচটি ভ্রুন আছে। পাঁচটি ভ্রুন ই জীবিত অবস্থায় আছে। এরমধ্যে চারটি সঠিক জায়গায় ছিল ইউটেরাস (uterus) কিন্তু একটি ভ্রূণ ইউটেরাসের বাইরে বা এবডমিনালে (পেটের গহরে) ছিল। এটিকে বলা হয় “Abdominal Ectopic Pregnancy”। বিশ্বের সমস্ত গর্ভাবস্থার মধ্যে মাত্র 1% ঘটে। এই মহিলাকে পরে এমআরআই (MRI) করতে মেরঠে পাঠানো হয় সেই রিপোর্টের বেসিসে এই ঘটনা জানা যায়। চিন নাইজিরিয়া আমেরিকা এবং ইউরোপের কিছু অংশ মিলিয়ে মাত্র ৮ টি এমন ঘটনা সামনে এসেছে।

ই মহিলার দুটি সন্তান রয়েছে এবং স্বামী বেসরকারি সংস্থায় কাজ করেন। চিকিৎসক জানিয়েছেন যে 22th July’25 ওই মহিলা তার কাছে আসেন। প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসক দেখে ভ্রুণ যদি ১৪ সপ্তাহ থেকে যায় তাহলে পায়ের প্রাণহানি ঝুঁকি আছে। সেজন্য তাকে দিল্লির AIIMS হসপিটালে পাঠানো হয়। সেখানে মহিলা বিশেষজ্ঞ চিকিৎসক Dr. Rina singha তার পুরো অস্ত্রোপচার টি পরিচালনা করেন। তিনি বলেন “এটি ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং কেস। রোগী এবং বাচ্চাদের প্রাণ বাঁচানো আমাদের কাছে ছিল প্রথম অগ্রাধিকার। ঈশ্বরের কৃপায় ও পুরো টিমের প্রচেষ্টায় আমরা সফল হয়েছি।
চিকিৎসকের মতে এরকম গর্ভাবস্থায় আগে তেমন কোন উপসর্গ না থাকায় প্রাথমিক অবস্থায় ধরা পড়া খুব কঠিন। তবে সময় মত সমস্ত পরীক্ষা-নিরীক্ষা করার ফলে জটিলতা এড়ানো যেতে পারে।প্রায় পাঁচ ঘন্টা দীর্ঘ জটিল অস্ত্রোপচার এরপর ইউটেরাসের চারটি শিশুকে এবং পেটের ঘরে থাকা একটি শিশুকে এর করে আনা হয়। তবে চারটি শিশু সুস্থ অবস্থায় রয়েছে কিন্তু অ্যাবডোমিনাল শিশুটি অস্তিত্ব টিকিয়ে রাখতে পারেনি।

Abdominal Ectopic Pregnancy (অ্যাবডোমিনাল একটপিক প্রেগন্যান্সি) কী

Read More : Kotak kanya Scholarship 2025 : আবেদনের নিয়ম, যোগ্যতা ও শেষ তারিখ

সাধারণত ভ্রুণ তৈরি হয় গর্ভাশয়ের ভেতরে কিন্তু কিছু ক্ষেত্রে ডিম্বাণুটি ফ্যালোপিয়ান টিউব থেকে ইউটেরাসে না গিয়ে পেটের গহরে তৈরি হয়। সেই সময় ভ্রূণ গর্ভাশয়ের বাইরে বেড়ে উঠতে থাকে এর ফলে মা ও শিশুর ভয়ের জন্য অত্যন্ত বিপদজনক অবস্থা সৃষ্টি হয় এর কারণ মূলত রক্ত সঞ্চালন ও পুষ্টির জোগান সঠিকভাবে হয় না। যার ফলে মা ও শিশুর জীবন বিপদের মুখে এগিয়ে যায়।

এটি বিরল ঘটনা কেন (12 Week Rare Pregnancy Case) ?

  • Multiple Gestation – এমনিতেই ট্রিপলেট বা কোয়াড্রুপলেট বিরল, তার সঙ্গে একটিতে আবার একটপিক লোকেশন।
  • সাধারণত অ্যাবডোমিনাল প্রেগন্যান্সি প্রথম ত্রৈমাসিকে শনাক্ত হয়ে যায় ও চিকিৎসা করা হয়।
  • সফল অস্ত্রোপচারে বেশিরভাগ শিশুর প্রাণরক্ষা – এই দৃষ্টান্ত চিকিৎসাবিজ্ঞানে এক অনন্য ঘটনা।

এই ঘটনা থেকে শিক্ষা (12 Week Rare Pregnancy Case) :

১.প্রতিটি হতে নারীর সময়মতো ইউএসজি (USG) করা উচিত কোন অস্বাভাবিকতা থাকলে ধরা পড়ে।

২.গ্রামীণ হাসপাতালে আরো উন্নত প্রযুক্তি ও প্রশিক্ষণ থাকা প্রয়োজন যাতে জটিল কেস ধরা পড়ে।

৩.গর্ভাবস্থায় ছোট ছোট উপসর্গকে গুরুত্ব দিয়ে সময় মত ডাক্তার দেখানো উচিত।

উত্তরপ্রদেশের এই বিরল ঘটনা আমাদেরকে চমকে দিয়েছে থেকে কিন্তু আমাদেরকে শিক্ষাও দিয়ে গেছে। চিকিৎসা জগতের দক্ষতা ও মানবিকতার পরিচয় দিয়েছে। এই ধরনের ঘটনা শুধুমাত্র সংবাদের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাই চিকিৎসা জগতের আরো গবেষণার প্রয়োজন এবং দেশের চিকিৎসা পরিকাঠামো উন্নয়নের প্রয়োজন। অদূর ভবিষ্যতে এই ধরনের আরো জটিল সমস্যা আমাদের কাছে আসবে এবং তা যাতে সহজে সামলানো যায় তার ব্যবস্থা রাখা উচিত।

Website Details :- Click Here

About Author

Leave a Comment